প্রকাশিত: ২১:১৮, ২৩ মে ২০২৫
রাশিয়া ও ইউক্রেন শুক্রবার প্রত্যেকে ৩৯০ জন করে বন্দিকে মুক্তি দিয়েছে। আগামী দিনে তারা আরো বন্দিদের মুক্তি দেওয়ার কথা বলেছে।
গত সপ্তাহে ইস্তাম্বুলে দুই ঘন্টা ধরে চলা আলোচনার পর শান্তির পথে একমাত্র দৃঢ় পদক্ষেপ হিসেবে এক হাজার বন্দি বিনিময়ের চুক্তিটি উঠে এসেছে। তিন বছরেরও বেশি সময় ধরে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে প্রথম সরাসরি আলোচনা ছিল এটি। তবে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে একমত হতে ব্যর্থ হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার উভয় পক্ষই ২৭০ জন করে সেনা এবং ১২০ জন বেসামরিক নাগরিককে মুক্তি দিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মোট ৩৯০ জনকে মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন যে শনিবার ও রবিবার আরো মুক্তি দেওয়া হবে।
শুক্রবার সকালে বন্দি বিনিময়ের কথা উল্লেখ করে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, “এই আলোচনার জন্য উভয় পক্ষকে অভিনন্দন। এর ফলে বড় কিছু হতে পারে???”
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের সবচেয়ে ভয়াবহ যুদ্ধে উভয় পক্ষের লাখ লাখ সেনা আহত বা নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অবশ্য কোনো পক্ষই সঠিক হতাহতের সংখ্যা প্রকাশ করে না। রাশিয়ান বাহিনী ইউক্রেনীয় শহরগুলিতে অবরোধ ও বোমাবর্ষণে কয়েক হাজার ইউক্রেনীয় বেসামরিক নাগরিকও নিহত হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মুক্তিপ্রাপ্তদের মধ্যে গত বছর শুরু হওয়া ইউক্রেনীয় অনুপ্রবেশের সময় রাশিয়ার কুরস্ক অঞ্চলে বন্দি বেসামরিক নাগরিকও রয়েছেন।
ঢাকা/শাহেদ