Homeদেশের গণমাধ্যমে৩ অনভিষিক্তকে নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছে

৩ অনভিষিক্তকে নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছে

[ad_1]

৩ অনভিষিক্তকে নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছে ভারতীয় দল

অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফি শুরু হতে এখনো প্রায় এক মাস বাকি। তবে পাঁচ ম্যাচ সিরিজের জন্য  ইতোমধ্যেই দল ঠিক করে ফেলেছে ভারত।

১৮ সদস্যের এই স্কোয়াডে জায়গা পেয়েছেন তিন অনভিষিক্ত— অভিমন্যু ইশ্বরন, হারশিত রানা ও নীতিশ কুমার রেড্ডি।

এই সিরিজ দিয়েও ভারতের জার্সিতে ফেরা হচ্ছে না মোহাম্মদ শামির। এমনকি ট্রাভেলিং রিজার্ভেও নেই ডানহাতি এই পেসারের নাম। ইনজুরির কারণে দলে জায়গা পাননি কুলদীপ যাদব। এছাড়া বাদ দেওয়া হয়েছে অক্ষর প্যাটেলকে। তার জায়গায় সুযোগ পেয়েছেন প্রসিধ কৃষ্ণা।


আগামী ২২ নভেম্বর পার্থে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এদিকে এই সফরের স্কোয়াডের পাশাপাশি ঘরের মাটিতে  দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেরও দল দিয়েছে ভারত।


অস্ট্রেলিয়া সফরে ভারতের টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, যশপ্রীত বুমরা, প্রসিধ কৃষ্ণা, হারশিত রানা, নীতিশ কুমার, অভিমন্যু ঈশ্বরন।

দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতের টি-টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, তিলক বার্মা, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণয়, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, অর্শদীপ সিং, রমণদীপ সিং, বিজয়কুমার বৈশাক, আভেশ খান, যশ দয়াল।


বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪

এএইচএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত