Homeদেশের গণমাধ্যমে৭২ ঘণ্টার কম বিরতিতে আবার দুই ম্যাচ খেলতে হবে রিয়ালকে!

৭২ ঘণ্টার কম বিরতিতে আবার দুই ম্যাচ খেলতে হবে রিয়ালকে!

[ad_1]

অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ১২০ মিনিট খেলে পেনাল্টি শুটআউটে জিতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। এর ৬৭ ঘণ্টা পরই ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচ খেলতে হয়েছে তাদেরকে। ২-১ গোলে জিতলেও ক্লান্তির ছাপ ছিল তাদের পারফরম্যান্সে। ম্যাচ শেষ হওয়ার পর সূচি নির্ধারণ করা নিয়ে লা লিগাকে একপ্রকার হুমকি দেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ৭২ ঘণ্টার কম বিরতিতে আর কখনও দুই ম্যাচ খেলবে না তারা, এমন ঘোষণা দেন। কিন্তু লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস জানিয়ে দিলেন, পরের দুটি ম্যাচই রিয়ালকে খেলতে হবে ৭২ ঘণ্টারও কম সময়ের মধ্যে!

ভিয়ারিয়াল ম্যাচ শেষে আনচেলত্তি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি মনে করি ৭২ ঘণ্টারও কম সময়ের মধ্যে আমাদের আরেকটি ম্যাচ খেলা আজকেই শেষ। আর কোনোদিন ৭২ ঘণ্টার বিরতি ছাড়া খেলবো না। আমরা এই ম্যাচের সূচি পাল্টাতে দুইবার লা লিগাকে অনুরোধ করেছিলাম। কিন্তু তারা কিছুই করেনি। এটাই শেষ।’

রবিবার এক্স-এ এক পোস্টে তেবাস দাবি করেন, আগামী ২৯ মার্চ লেগানেস ও ১ এপ্রিল কোপা দেল রে সেমিফাইনালের মাঝে রিয়ালকে বেশি বিশ্রাম দিতে চেয়েছিল লা লিগা। তিনি বলেন, ‘আমি নিশ্চিত (ইনস্টিটিউশনাল রিলেশন্সের ডিরেক্টর) এমিলিও (বুত্রাগুয়েনো) আপনাকে বলেছিল যে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে সেমিফাইনালের আগে আপনাদের আরও বেশি বিশ্রাম দেওয়ার জন্য পরবর্তী লেগানেসের সঙ্গে শনিবারের ম্যাচটি বিকাল সোয়া চারটায় দিয়েছিল লা লিগা।’

তেবাস আরও লিখেছেন, ‘কিন্তু ফিফার সূচি অনুযায়ী আন্তর্জাতিক বিরতি থেকে ফেরা ফুটবলারদের সুবিধার্ধে এমিলিও লা লিগার কম্পিটিশিন্স ডিরেক্টরদেরকে ম্যাচটি রান ৯টায় দেওয়ার জন্য অনুরোধ করে। আমি ভেবেছিলাম আপনাদের জানিয়ে ও অনুমতি নিয়েই এটা করা হয়েছে। এখন শনিবারের ম্যাচ শেষ হওয়া থেকে মঙ্গলবার সেমিফাইনাল শুরু পর্যন্ত আপনারা ৭২ ঘণ্টারও কম সময় পাবেন। সেরা দলই যেন ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।’

রিয়াল অবশ্য তেবাসের পোস্টের ব্যাপারে কোনও প্রতিক্রিয়া জানায়নি।  



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত