Homeদেশের গণমাধ্যমে৭৫নং ওয়ার্ড দক্ষিণ যুবদলের কর্মী সভায় অনুষ্ঠিত

৭৫নং ওয়ার্ড দক্ষিণ যুবদলের কর্মী সভায় অনুষ্ঠিত

[ad_1]

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর দক্ষিণ খিলগাঁও থানার অন্তর্গত ৭৫নং ওয়ার্ড (দক্ষিণ) যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ৭৫নং ওয়ার্ডের গোড়ান এলাকায় যুবদলের এ কর্মী সভায় অনুষ্ঠিত হয়।

খিলগাঁও থানা ৭৫ নং ওয়ার্ড (দক্ষিণ) যুবদলের আহ্বায়ক মো. নেয়ামত আলী’র সভাপতিত্বে কর্মী সভা সঞ্চালনায় করেন সদস্য সচিব নাসির উদ্দীন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু, মুকিত হোসাইন, দপ্তার সম্পাদক শাহজাহান চৌধুরীসহ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মী সভায় যুবদলের নেতাকর্মীদের ঐক্যবন্ধ থেকে সব ষড়যন্ত্র রুখে দেওয়া আহ্বান জানিয়ে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর অন্যায় নির্যাতন সহ্য করেছি। তখন অনেকে ডাক দিয়েও পাইনি, দেখাও পাইনি। বহুদিন পর কিছু নেতাকর্মীদের সঙ্গে দেখা হতো জেল ও ডিবি কার্যালয়। এখন অনেকেই ফোন দেন তদবিরের জন্য। কিন্তু যারাই এসব করার জন্য ফোন দেন তাদেরকে থেকে যুবদলের নেতাকর্মীদের সতর্ক হতে বলবো।

যুবদলের কর্মী সভায় বক্তারা আরও বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দোসরদের আর বাংলাদেশে স্থান দেওয়া হবে না। যারা বসন্তের কোকিল হয়ে সংস্কারপন্থী হয়ে বিএনপিতে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে দলের বদনাম করতে চায় তাদেরকে ছাড় দেওয়া হবে না। তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজপথে আছে যুবদলের সকল নেতাকর্মীরা। সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত