[ad_1]
পাটুরিয়া প্রান্তে রো রো (বড়) ফেরি কেরামত আলী, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, ভাষাশহীদ বরকত, কেটাইপ ফেরি বাইগার ও ইউটিলিটি (ছোট) বনলতা নোঙর করে। দৌলতদিয়ায় শাহ পরান, ভাষাসৈনিক গোলাম মাওলা, কুমিল্লা ও ফেরি হাসনা হেনা নোঙর করতে বাধ্য হয়। ফেরি পারাপার ব্যাহত হওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা থেকে আসা ঢাকাগামী বেশ কিছু গাড়ি নদী পাড়ি দিতে দীর্ঘ সময় ধরে ঘাটে অপেক্ষা করতে হয়। এ সময় ভোগান্তিতে পড়েন সংশ্লিষ্ট যানবাহনের চালক ও যাত্রীরা।
দৌলতদিয়ায় কর্তব্যরত রাজবাড়ীর সৌহার্দ্য ও জামান পরিবহনের ঘাট তত্ত্বাবধায়ক মনির হোসেন বলেন, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গাসহ বরিশাল অঞ্চলের যেসব ঢাকাগামী গাড়ি রাত ১২টার পর ঘাটে পৌঁছে, সেগুলো ঘাটে আটকে আছে। আজ সকালে যেসব যাত্রীবাহী বাস সকাল ৯টা বা ১০টার মধ্যে ঢাকা পৌঁছানোর কথা, সেগুলো আটকে আছে। এতে যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।
[ad_2]
Source link