[ad_1]
ঘরে ফেরার টান আশ্চর্য এক অনুভূতি। জীবনের প্রয়োজনে, কখনো বাধ্য হয়ে মানুষ যে ঘর ছাড়ে, আদৌ সেই ‘ঘর’-এ কি আর ফেরা হয়? ‘মেআরগান’-এর ফ্রেমে ফ্রেমে এ প্রশ্নের উত্তর খুঁজেছেন নির্মাতা। সি প্রেম কুমারের ছবিতে একটা স্মৃতিমেদুর ব্যাপার থাকে, আছে এ সিনেমায়ও। বারবার তিনি উসকে দিতে চান স্মৃতিকাতরতা। একান্নবর্তী পরিবার ছাড়ার পর শহরমুখী মানুষের শেকড়ে ফেরার যে টান, নিজের শহরে ফেরার যে আর্তি; সেটাই হিম বাতাসের মতো ধাক্কা দিয়েছে দর্শকের মনে।
[ad_2]
Source link