Homeবিএনপিদুর্বৃত্তরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: গয়েশ্বর

দুর্বৃত্তরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: গয়েশ্বর

[ad_1]

তিনি সরকারের প্রতি আহ্বান জানান, কোনো রকমের ছটফট না করে দ্রুততম সময়ে নির্বাচনের ঘোষণা দিতে

বাসস

06 নভেম্বর, 2024, 07:55 pm

সর্বশেষ সংশোধিত: 06 নভেম্বর, 2024, 08:02 pm

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ফাইল ছবি: সংগৃহীত

“>
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ফাইল ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ফাইল ছবি: সংগৃহীত

দুর্বৃত্তরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আজ (৬ নভেম্বর)।

আজ সকালে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘোরিয়া ইউনিয়নের বাঘাইর-৭ ওয়ার্ড বিএনপি শাখার নেতাকর্মীদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠানে তিনি কোনো প্রকার ঢিলেমি না করে যত দ্রুত সম্ভব নির্বাচন ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।

তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ১৭ বছরের দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই-আগস্টের ছাত্র-জনতার ব্যাপক গণঅভ্যুত্থানের ফলে ‘ফ্যাসিবাদী’ আওয়ামী লীগ সরকারের কবল থেকে দেশ মুক্ত হয়েছে।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সহ-সভাপতি ডা: মোশাররফ হোসেন, ঢাকা জেলা কৃষকদলের আহ্বায়ক জুয়েল মোল্লা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম মোল্লা, কেরানীগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. দলের সহ-সভাপতি আহফাক আহমেদ মানিক, তেঘোরিয়া ছাত্রদলের সাবেক সভাপতি মাহাবুব আলম কাজল, বিএনপি নেতা রায়হান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন তেঘোরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত