১৭ নভেম্বর কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন শাখার কর্মী সম্মেলনে জামায়াত নেতা। ছবি: বাসস
“>
১৭ নভেম্বর কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন শাখার কর্মী সম্মেলনে জামায়াত নেতা। ছবি: বাসস
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান আজ দেশকে বৈষম্যমুক্ত বাংলাদেশে পরিণত করতে জাতীয় ঐক্য গঠনে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘তরুণ প্রজন্মের বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সবাইকে জাতীয় ঐক্যের জন্য এগিয়ে আসতে হবে। একটি প্রেস বিজ্ঞপ্তি।
আওয়ামী লীগ তাদের ১৫ বছরের শাসনামলে দেশের প্রতিটি সেক্টরে দুর্নীতি করেছে, শাসনব্যবস্থাকে একদলীয় শাসনব্যবস্থায় পরিণত করেছে উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচারীভাবে দেশ শাসন করে জনগণের ন্যূনতম গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। পদ্ধতি
“তারা [Awami League] সমাজ ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করে জাতীয় ঐক্য ভেঙ্গে দিয়েছে। তরুণ ছাত্ররা দেশের মানুষকে এমন করুণ পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছে,” তিনি লক্ষ্য করেন।
জামায়াতে ইসলামী এদেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে উল্লেখ করে মাওলানা শাহজাহান আরও বলেন, তাদের দল জনগণকে সত্যিকারের বৈষম্যমুক্ত দেশ উপহার দিতে বদ্ধপরিকর। জনগণের আশা-আকাঙ্খাকে আত্মস্থ করে দেশ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ।
ইউনিয়ন আমীর মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, সেক্রেটারি জাহিদুল ইসলাম ও জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নুরুল হোসাইন সিদ্দিকী।
বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মাওলানা রফিকুল্লাহ, শ্রমিক নেতা সারোয়ার কামাল সিকদার, জামায়াত নেতা মুহাম্মদ আবদুল মজিদ, মাওলানা জামাল হোসেন, মোখতার হোসেন প্রমুখ।