Homeবিনোদনঅঙ্কুশের পকেট ফাঁকার কারণ ঐন্দ্রিলা

অঙ্কুশের পকেট ফাঁকার কারণ ঐন্দ্রিলা

[ad_1]

টালিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা। যাকে আমরা সিনেমা এবং ভারতীয় টিভি চ্যানেলের রিয়্যালিটি শোতে দেখি দুষ্টুমিতে মেতে থাকতে। তবে একজনের নিকট তিনি একদম দমে যান। সেটা আর কেউ নন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। এবার জানা গেলো এ অভিনেত্রীর জন্যই নাকি অঙ্কুশের পকেট ফাঁকা হচ্ছে। খবর : আনন্দবাজার

ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকার থেকে জানা যায়, থাইল্যান্ডে ‘রক্তবীজ ২’-এর গানের শুটিং করে ফেরার সময় অভিনেত্রী-প্রেমিকার জন্য উপহার কিনতে কিনতেই তার পকেট ফাঁকা হয়ে গেছে। নিজের জন্য তেমন কিছুই আর কিনতে পারেননি।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রথম পূজার ছবি ‘রক্তবীজ’-এ অঙ্কুশ আইটেম গানে ছিলেন। ছবির শেষ দৃশ্যে তার উপস্থিতি আভাস দিয়েছিল, তিনি পরের পর্বে থাকছেন।

এ বছর প্রযোজনা সংস্থা উইন্ডোজ দূর্গা পুজায় আনছে ‘রক্তবীজ ২’। ছবিতে অন্যতম খলনায়ক ‘মুনীর আলম’ চরিত্রে দেখা যাবে অঙ্কুশকে। অঙ্কুশের পাশাপাশি এ সিনেমায় অভিনয় করেছেন ভিক্টর ব্যানার্জি, মিমি চক্রবর্তী, কৌশানী মুখার্জিসহ আরও অনেকে। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের সেপ্টেম্বরে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত