Homeবিনোদনঅনলাইনে পাওয়া যাচ্ছে তাণ্ডবের টিকিট

অনলাইনে পাওয়া যাচ্ছে তাণ্ডবের টিকিট

[ad_1]

এবারের ঈদেও প্রেক্ষাগৃহে আছেন শাকিব খান। ভক্তদের উপহার দিতে যাচ্ছেন আরও একটি দর্শক প্রিয় সিনেমা। নাম ‘তাণ্ডব’। এটি নির্মাণ করেছেন পরিচালক রায়হান রাফী। কাল থেকে সিনেমাটি দেখা যাবে সিনেপ্লেক্সও।

ঈদুল আজহার দিন থেকে স্টার সিনেপ্লেক্সের ৭টি শাখায় চলবে মোট ৭টি সিনেমা। এরমধ্যে ৫টি সিনেমাই বাংলা। সিনেমাগুলো হচ্ছে- তাণ্ডব, ইনসাফ, উৎসব, নীলচক্র ও টগর। এছাড়া বাকি দুই সিনেমা হচ্ছে টম ক্রুজ অভিনীত হলিউড ছবি ‘মিশন ইম্পসিবল : ফাইনাল রিকনিং’ এবং অন্য আরেকটি ছবি ‘লিলো অ্যান্ড স্টিচ’।
ঈদ উপলক্ষে শুক্রবার (৬ জুন) স্টার সিনেপ্লেক্স ঘোষণা করেছে প্রদর্শনী তালিকা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের ৭টি শাখায় ঈদের দিন থেকে মোট ৬৬টি শো প্রদর্শিত হবে। এর মধ্যে ৬১টি শোতে চলবে বাংলা সিনেমা!

শোয়ের বিচারেও এগিয়ে শাকিব খান, সাবিলা নূর ও জয়া আহসান অভিনীত রায়হান রাফীর ছবি ‘তাণ্ডব’। ঈদের দিন ‘তাণ্ডব’ প্রদর্শিত হবে স্টার সিনেপ্লেক্সের ৭টি শাখায়, সর্বমোট ২৮টি শো-তে। যার টিকিট এরই মধ্যে অনলাইনে ছেড়ে দিয়েছে স্টার সিনেপ্লেক্স কতৃপক্ষ।

এছাড়া শরীফুল রাজ, তাসনিয়া ফারিণ ও মোশাররফ করিম অভিনীত সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ইনসাফ’ সিনেমাটি আছে পরের স্থানে, এই ছবিটি ঈদের দিনে সিনেপ্লেক্সে ১২টি শো চলবে। এর পরের স্থানেই আছে তানিম নূর পরিচালিত চরকি প্রযোজিত তারকাবহুল সিনেমা ‘উৎসব’। এই সিনেমাটি ঈদের দিনে ৯টি শো পেয়েছে।
আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী অভিনীত ‘নীলচক্র’র ৬টি শো প্রদর্শিত হবে। পূজা চেরী ও আদর আজাদ অভিনীত ‘টগর’ সিনেমাটি চলবে ৬টি শো-তে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত