Homeবিনোদনঅন্তবর্তী সরকারের উপদেষ্টা হচ্ছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী

অন্তবর্তী সরকারের উপদেষ্টা হচ্ছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী

[ad_1]

বড় হচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আরও বেশ কয়েকজন উপদেষ্টা যোগ দিচ্ছেন পরিষদে। নতুন যাঁরা যুক্ত হচ্ছেন তাঁদের মধ্যে রয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। কয়েক দশক ধরে তিনি চলচ্চিত্র, বিজ্ঞাপনচিত্র, টিভি নাটক ও ওটিটি কন্টেন্ট নির্মাণ করে খ্যাতি অর্জন করেছেন। নতুন যাঁরা যুক্ত হচ্ছেন তাদের মাঝে আরও তিনজনের নাম জানা গেছে, তাঁরা হলেন অধ্যাপক মো. সায়েদুর রহমান, ব্যবসায়ী সেখ বশির উদ্দিন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

আজ রোববার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ করার কথা রয়েছে। এই চারজনের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিতে আমন্ত্রণ পাওয়ার বিষয়ে জানা গেছে।

অধ্যাপক মো. সায়েদুর রহমান গত ২৭ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য হিসেবে নিয়োগ পান। এবার সেখান থেকে তাঁকে উপদেষ্টা পরিষদে নেওয়া হচ্ছে। মো. সায়েদুর রহমান বিএসএমএমইউর ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক।

সেখ বশির উদ্দিন দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ–বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি সেখ আকিজ উদ্দিনের সন্তান।

মাহফুজ আলম ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের মাস্টার মাইন্ড।

এছাড়া পুলিশের সাবেক মহাপরিদর্শক খোদা বক্স চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে অন্তর্বর্তী সরকারে যোগ দিচ্ছেন বলে একটি সূত্র জানিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র বলছে, নতুন মুখ যুক্ত করার পাশাপাশি কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্ব রদবদলের আলোচনা চলছে।

সরকারি যানবাহন অধিদফতর সূত্রে জানা গেছে, নতুন উপদেষ্টাদের জন্য ৫টি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে মোস্তফা সরয়ার ফারুকীর ব্যবহৃত মোবাইল ফোনে যোগাগযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি। ক্ষুদে বার্তা পাঠিয়ে মন্ত্রণালয় বিষয়ে জানতে চাইলেও কিছু জানাননি তিনি। তবে গুঞ্জন আছে, তাঁকে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত