Homeবিনোদনঅপুকে যে পরামর্শ দিলেন শাকিব 

অপুকে যে পরামর্শ দিলেন শাকিব 

[ad_1]

ঢাকাই ছবির এক সময়ের তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস। বুবলীর সঙ্গে শাকিবের ঘনিষ্ঠতার সূত্র ধরে সন্তানসহ মিডিয়ার সামনে এসেছিলেন অপু বিশ্বাস।

তবে শেষ পর্যন্ত অপুর সঙ্গে বিচ্ছেদ করেন শাকিব। এরপর বুবলীর আরও কাছাকাছি আসেন নায়ক। কিন্তু শেষ পর্যন্ত অপুর মতো বুবলীও সন্তানসহ ফেসবুকে ভিডিও প্রকাশ করেন। ঘটনার জের ধরে এই নায়িকার সঙ্গেও শাকিবের সম্পর্ক টেকেনি। এদিকে অপু-বুবলী দুই নায়িকার দ্বন্দ্ব চলতেই থাকে। সোশ্যাল মিডিয়াতে এখনও শাকিবকে নিয়ে মাতামাতি করেন তারা।

মূলত শাকিবের কাছে কার গুরুত্ব বেশি সেটি সামাজিক মাধ্যমে জানান দিতেই তাদের এই লড়াই।

সম্প্রতি শাকিব খান ও অপু বিশ্বাসের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। দেখা যায়, ঢাকার একটি শপিংমল থেকে একসঙ্গে বের হয়ে আসছেন দু’জন। এসময় তাদের সঙ্গে ছিলেন সন্তান আব্রাম খান জয়।

এরপর বুবলীও সাবেক স্বামী ও সন্তানের কেক কাটার কিছু মুহূর্তের ছবি পোস্ট করেন। যেই ছবিগুলো প্রায় ৩ মাস আগে তোলা হয়েছে।

নেটিজেনদের ধারণা, শাকিব-অপুর ভাইরাল ভিডিওর রেশ থেকেই হয়তো নায়কের সঙ্গে পারিবারিক মুহূর্তের ছবিগুলো পোস্ট করেছেন বুবলী।

এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানালেন, শাকিব নাকি বুবলীর এসব কর্মকাণ্ড দেখে তাকে শান্তনা দেন। অপুকে পরামর্শ দেন, এসব নিয়ে না ভাবার জন্য।

অপুর ভাষ্য, শাকিব আমাকে বলে, ‘তুমি এসব একদমই মাথায় নিও না। তুমি কি সেটা জানো। তোমার অবস্থান তুমি জানো।’ এজন্যই আমি চুপ থাকতে উৎসাহিত বোধ করি। যে কারণে আমার প্রতিপক্ষ বা জবাবে কিছু বলার প্রয়োজন মনে করি না— বলছিলেন অপু বিশ্বাস।

এর আগে অপুকে খোঁচা দিয়ে বুবলী বলেন, ‘সিনেমা নাই, কোনো কাজ নাই, এবারের ঈদটা ফাঁকা যাবে? না কোনোভাবেই ফাঁকা যেতে দেবে না। তখন আমার নামটাই তুলবে। আমার পরিবারকেই তুলবে। পরিবারকে আর ব্যক্তিজায়গায় রাখছে না।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত