[ad_1]
অপূর্ব ও সাবিলার ‘ভুল সবই ভুল’
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৮: ২৩
ছবি: সংগৃহীত
আজ রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটক ‘ভুল সবই ভুল’। মাসরিকুল আলমের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূর। এক দম্পতিকে ঘিরে নাটকের গল্প। তাদের বিয়ে হয়েছে ৯ মাস। এরই মাঝে স্ত্রী নিতুর ধারণা জন্মেছে, তার স্বামীর ভালো কোনো গুণ নেই, যা আছে সবই বদ গুণ। এর মধ্যে সবচেয়ে খারাপটি হচ্ছে সে বেশি কথা বলে এবং তার মাথায়ও আছে গন্ডগোল। আগে জানলে নিতু নাকি তাকে বিয়েই করত না। একটু পাগলাটে আর একটু বোকাটে এই দম্পতির নানা কাণ্ড নিয়েই এগিয়ে যায় ভুল সবই ভুল নাটকের গল্প।
[ad_2]
Source link