Homeবিনোদনঅর্জুনের সঙ্গে বিচ্ছেদের পর কেন এমন মন্তব্য মালাইকার

অর্জুনের সঙ্গে বিচ্ছেদের পর কেন এমন মন্তব্য মালাইকার

[ad_1]

বহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?

ভিডিওতে মালাইকাকে দেখা যায়, খোলা চুলে হেঁটে যাচ্ছেন, পরনে সাদা টি-শার্ট, সঙ্গে হালকা রঙের ঢিলেঢালা নীল ডেনিম। টিশার্টে ইংরেজিতে চারটি লাইন লেখা। সেই লেখা দেখে এক নারী প্রশ্ন করেন টিশার্টে কী লেখা? নেটিজেনদের অনুমান তিনি মালাইকার বন্ধু। জবাবে মালাইকা পাল্টা প্রশ্ন করেন, ‘তোমার ভালো লেগেছে?’

টি-শার্টের গায়ে লেখা পড়ে শোনান মালাইকা। এই মডেল ও অভিনেত্রী বলেছিলেন, ‘আমি খুব একঘেয়ে মানুষ। শুধু টাকা উপার্জন করি আর বাড়ি চলে আসি।’ ভিডিওর মন্তব্যের ঘরে অনেকে লিখেছেন, ‘কঠিন সময় পেরিয়ে আবারও উঠে দাঁড়াবে। আগের তুলনায় আরও শক্তিশালী হয়ে উঠবে’, কেউবা মন্তব্য করেছেন, ‘তুমি খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ। কিন্তু তুমি একেবারে সঠিক জীবনযাপন করছ। ভালোবাসা নিয়ো।’

প্রেমিক অর্জুনের সঙ্গে বিচ্ছেদের মধ্যে গত ১১ সেপ্টেম্বর সকালে মুম্বাইয়ের বান্দ্রার একটি ছয়তলা বিল্ডিংয়ের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন মালাইকার বাবা অনিল অরোরা। বলাই চলে সময় খুব একটা ভালো চলছে না অভিনেত্রীর।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত