Homeবিনোদনআইনি জটিলতায় পড়তে যাচ্ছেন শিল্পা 

আইনি জটিলতায় পড়তে যাচ্ছেন শিল্পা 


স্বামী রাজ কুন্দ্রার পর্ন ভিডিও বাণিজ্য নিয়ে বেকায়দায় ছিলেন শিল্পা শেঠি। সেসব এখন অতীত। সেসময় এই বলিউড অভিনেত্রীর স্বামীর বিরুদ্ধে অভিযোগ ও জেলে যাওয়া কেন্দ্র করে উত্তাল ছিল ইন্ডাস্ট্রি।

আবারও স্বাভাবিক জীবনে ফিরেছেন শিল্পা। তবে ফের বিপাকে পড়লেন এই বলি সুন্দরী। এবার মুম্বাইয়ে শিল্পার রেস্তোরাঁর বাইরে থেকে চুরি হলো বিলাসবহুল গাড়ি। এ জন্য থানায় মামলা পর্যন্ত হয়েছে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, ৮০ লাখ রুপির একটি বিএমডব্লিউ গাড়ি চুরি হয়েছে অভিনেত্রীর রেস্তোরাঁর সামনে থেকে। গাড়িটির মালিক রুহান ফিরোজ খান মুম্বাইয়ের একজন ব্যবসায়ী।

জানা গেছে, ঘটনার সময় সেখানকার কর্মীরাই বিল্ডিংয়ের বেসমেন্টে গাড়িটি পার্ক করেছিল। আর সেই দামি গাড়ি পার্ক করার পর প্রায় এক মিনিটের মধ্যে একটি কালো জিপে দুজন ব্যক্তি পার্কিং এলাকার বেসমেন্টে পৌঁছান। এদিন ভোর ৪ টায় রেস্তোরাঁ বন্ধ হওয়ার পর গাড়ির মালিক রুহান বেসমেন্ট কর্মীদের গাড়ি নিয়ে আসতে বলেন। কিন্তু সেখানে আর গাড়িটি খুঁজে পাওয়া যায়নি। বুঝতে কারও বাকি থাকে না গাড়িটি চুরি হয়ে গেছে। সিসিটিভি ফুটেজে গাড়ি চুরির ঘটনা ধরা পড়েছে।

মামলার পর রুহানের আইনজীবী আলি কাশিফ জানান, গাড়ি চুরির বিষয়টি নিয়ে হাইকোর্টে যাবেন তিনি। এছাড়া নিরাপত্তার ত্রুটি নিয়েও প্রশ্ন তোলেন এবং নির্ধারিত সময়ের পর রেস্তোরাঁ খোলা রাখার জন্যও মামলা করবেন বলেও জানান।

ওই রেস্তোরাঁয় প্রকাশ্যে মদ পরিবেশন করাকে আইন লঙ্ঘন বলেও অভিহিত করেছেন আইনজীবী আলি কাশিফ। এ ঘটনায় আইনি জটিলতায় পড়তে যাচ্ছেন শিল্পা তা বলা অপেক্ষা রাখে না। তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি তিনি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত