২০২০ সালে করোনার সময়ে থমকে গিয়েছিল পুরো বিশ্ব। সবাই হয়ে পড়েছিল ঘরবন্দী। বদলে গিয়েছিল সবার জীবন। সেই অদ্ভুত সময়ের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমা ‘জয়া আর শারমিন’। শুটিংও হয়েছে করোনার সময়ে। অবশেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। আগামী মাসে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জয়া আর শারমিন। এমনটা নিশ্চিত করেছেন নির্মাতা পিপলু আর খান।
আমাদের দেশে নারীকেন্দ্রিক সিনেমার সংখ্যা হাতে গোনা। এখনো নারীপ্রধান গল্প নিয়ে কাজ করার সাহস দেখান না অনেকে। সেখানে জয়া আর শারমিন সিনেমার গল্প গড়ে উঠেছে দুই নারীকে নিয়ে। এতে জয়া আর শারমিন চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও মহসিনা আক্তার। সিনেমার সহপ্রযোজক হিসেবেও আছেন জয়া। অন্যদিকে দীর্ঘদিন মঞ্চে অভিনয় করা মহসিনা আক্তারকে প্রথমবার দেখা যাবে বড় পর্দায়।
করোনার সময়ে দেশজুড়ে যখন লকডাউন চলছে, তখন অন্য আর দশজন মানুষের মতোই অভিনেত্রী জয়া আহসান শুরু করেন ঘরবন্দী জীবন। সেই জীবনে বৈচিত্র্য খুঁজতে অনলাইনে বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি রাজপথে খাবারের অভাবে থাকা প্রাণীদের বাঁচাতে কাজ করেছেন। তখন নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি তে সিনেমা’ থেকে একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাণের পরিকল্পনা থাকলেও কাজটি শুরুর পর বদলে যায় পরিকল্পনা, স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি রূপ নেয় ফিচার ফিল্মে। তখন বিষয়টি নিয়ে কিছু জানাননি জয়া। ২০২২ সালে অভিনেত্রী জানান, তাঁরা জয়া আর শারমিন নামের একটি সিনেমার শুটিং শেষ করেছেন। এরপর আর কোনো খবর পাওয়া যাচ্ছিল না। অবশেষে গত শনিবার সিনেমার ফার্স্টলুক পোস্টার শেয়ার করে জানানো হয়, শিগগির আলোর মুখ দেখবে সিনেমাটি। নির্মাতা পিপলু আর খান জানান, ইতিমধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে জয়া আর শারমিন। আগামী মে মাসে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগির জানিয়ে দেওয়া হবে মুক্তির দিনক্ষণ।
নির্মাতা পিপলু আর খান জানান, কিছু গল্প থিতু হতে সময় নেয়। মুহূর্তযাপনের মধ্য দিয়ে খুঁজে পায় তার আপন ভাষা। জয়া আর শারমিন ঠিক তেমনি এক সম্পর্কের গল্প। পাঁচ বছর আগে, যখন গোটা পৃথিবী থমকে গিয়েছিল, তখনই শুরু হয়েছিল জয়া আর শারমিন সিনেমার যাত্রা। ছোট্ট পরিসরে গভীর আবেগ নিয়ে তৈরি হওয়া এই সিনেমা অবশেষে বড় পর্দায় মুক্তির জন্য প্রস্তুত।
সিনেমার গল্প নিয়ে পিপলু আর খান বলেন, ‘জয়া ও তার সহকারী শারমিনের সম্পর্কের উত্থান-পতনের গল্প নিয়ে এই সিনেমা। কোভিডের সময়ে, এক বাড়িতে আটকে পড়া দুই নারী নিজেদের জন্য তৈরি করে নেয় ছোট্ট এক জগৎ। কিন্তু বাইরের ভীতিকর বাস্তবতায় তা ধীরে ধীরে ফিকে হতে থাকে, ফাটল ধরতে শুরু করে তাদের ভেতরকার সম্পর্কেও। বন্ধুত্ব, ভয়, সাহস আর হারানোর অনুভূতির মধ্যে গড়ে ওঠা এক আন্তরিক আখ্যান জয়া আর শারমিন।’
করোনার সময়ে মাত্র ১৫ দিনে হয়েছিল শুটিং। সেই অভিজ্ঞতা নিয়ে নির্মাতা বলেন, ‘মহামারির কঠিন সময়ের মধ্যে সীমিত একটি টিমের সহযোগিতায় হয়েছিল শুটিং। সেই অভিজ্ঞতা ভোলার মতো নয়।’
জয়া আর শারমিন সিনেমায় একটি বিশেষ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীকে। সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন নুসরাত ইসলাম মাটি ও পিপলু আর খান। প্রযোজনা করেছেন পিপলু আর খান ও জয়া আহসান।