[ad_1]
ভিন্ন ধাঁচের এক গল্প নিয়ে নির্মিত নাটক ‘তোমাকে ভালোবাসার পর’। আজ শুক্রবার বিকেল ৩টায় চ্যানেল আইয়ে প্রচারিত হবে। নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ দিদার।
এর গল্পে দেখা যাবে মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে, যে সফলতার সঙ্গে তার জীবন উপভোগ করছেন। কিন্তু তিনি কোনো মোবাইল ফোন ব্যবহার করেন না। এর কারণ তার চারপাশের মানুষের জীবন দেখে সে অবাক। যারা দিনের পুরো সময় শুধু মোবাইলে ফোনে ব্যস্ত থাকেন, যা দেখে তার মোবাইল ফোন ব্যবহারের ওপর অনীহা তৈরি হয় এর কারণে নানা সময় তাকে সমস্যায়ও পড়তে হয়। এমনই এক গল্পে নির্মিত হয়েছে ‘তোমাকে ভালোবাসার পর’।
নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন সফল খান ও রিয়া মনি। এমন একটি গল্পে অভিনয় করে দুজনই বেশ উচ্ছ্বসিত।
সফল খান বলেন, ‘এটি দারুণ এক্সপেরিয়েন্স। মোবাইল ফোনহীন একটা লাইফ কেমন হলো, তা পুরোদমে উপভোগ করলাম এর শুটিংয়ে। আমি মোবাইল ফোন টাচই করিনি শুটিংয়ের তিন দিন। আশা করছি কাজটি দর্শকদের ভালো লাগবে।’
রিয়া মনি বলেন, ‘আমি রিয়েল লাইফে যেমন ঠিক তেমনি ক্যারেক্টার প্লে করেছি। আশা করছি কাজটা অন্যরকম একটা ভাইব দেবে। নতুন এক অভিজ্ঞতা হয়েছে।’
নিজের এ নাটক নিয়ে আশাবাদী নির্মাতা মাহমুদ দিদার। তিনি বলেন, ‘নতুনদের নিয়ে কাজ করার প্রবণতা একেবারে শুরু থেকেই ছিল আমার। আশা করছি দর্শক কাজটা ভালোভাবেই নেবেন। দুজন তরুণ অভিনেতা দুর্দান্ত কাজ করেছেন।’
এ দুজন ছাড়াও নাটকে আরও অভিনয় করেছেন রোজী সেলিম, তুহিন রহমান ও খন্দকার হিমেল।
[ad_2]
Source link