Homeবিনোদনআন্দোলনের কারণে ব্যবসা নিয়ে বিপাকে ওমর সানী

আন্দোলনের কারণে ব্যবসা নিয়ে বিপাকে ওমর সানী

[ad_1]

বছর দুই আগে রেস্টুরেন্ট ব্যবসা শুরু করেন ওমর সানী। ঢাকার বিভিন্ন জায়গায় রয়েছে তাঁর চাপওয়ালা নামের রেস্টুরেন্টের শাখা। আজ একটি ভিডিও বার্তায় ওমর সানি জানিয়েছেন, দেশের সাম্প্রতিক অবস্থা আগে থেকে বুঝতে পারলে এই ব্যবসায় নামতে না তিনি।

সম্প্রতি ঢাকার আশুলিয়ায় ইপিজেড শিল্প এলাকায় নিজের রেস্টুরেন্টের নতুন শাখা চালু করেছেন ওমর সানী। সানী জানিয়েছেন, দেশে চলমান আন্দোলনের কারণে রেস্টুরেন্টের নতুন শাখাটি নিয়ে বিপাকে পড়েছেন তিনি। আজ বুধবার ফেসবুকে এক ভিডিও বার্তায় ওমর সানী বলেন, ‘প্রতিনিয়ত সাফার করছি। কারণ, রেস্টুরেন্ট ব্যবসা করছি। দেশের এই ধরনের পরিস্থিতি হবে জানলে হয়তো ব্যবসা শুরু করতাম না। চারিদিকে অশান্তি, ইপিজেড পুরাই অশান্ত। যেখানে একটা রেষ্টুরেন্ট উদ্বোধন করলাম, সেখানে মারামারি-হানাহানি, পোশাক শিল্পে অস্থিরতা, পুলিশ-আর্মি সবকিছু মিলে বাজে অবস্থা। ঢাকা শহরতো এখন আন্দোলনের প্রাণকেন্দ্র। ভয়াবহ অবস্থার মধ্যে অবস্থান করছি আমরা।’

দ্রব্য মুল্যের উর্দ্ধগতির প্রতিবাদ জানিয়ে নানা সময় প্রতিবাদ করেছেন ওমর সানী। তবে সম্প্রতি দ্রব্যমুল্য নিয়ে তাঁকে কথা বলতে দেখা যায় না বলে অনেকেই তাঁর সমালোচনা করছিলেন। বিষয়টি নজড় এড়ায়নি ওমর সানীর। তাই ব্যবসা নিয়ে কথা বলার পরেই প্রতিক্রিয়া জানালেন সেই সমালোচানার। সানী বলেন, ‘অনেকেই বলেন আমি এখন দ্রব্যমুল্য নিয়ে কথা বলি না। এটা ঠিক নয়। যে যেখানে থাকুক না কেন, আমার জায়গা থেকে আমি প্রতিবাদ করি।’ এরপরেই বাজারের বিভিন্ন পণ্যের দাম নিয়ে কথা বলেন ওমর সানী।

ওমর সানী। ছবি: সংগৃহীত

ওমর সানী। ছবি: সংগৃহীত

অন্যদিকে, এক বছরের বেশী সময় ধরে যুক্তরাষ্ট্রে আছেন ওমর সানীর স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী। গুঞ্জন আছে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন তিনি। সেই ইঙ্গিত পাওয়া গেল ওমর সানির কথাতেও। বিদেশে স্থায়াী হওয়ার কথা জানিয়ে ওমর সানী বলেন, ‘আমার পরিবার বলেছিল বিদেশি স্থায়ী হতে। কিন্তু আমি সেই কথা মাথায় নিইনি। এই দেশের কারণে আমি ওমর সানী হয়েছি। এখানকার মাটি আকরে ধরে থাকব। কিন্তু বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, তা দেখে হাতটা কেমন যানি খুলে যাচ্ছে দিনকে দিন।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত