Homeবিনোদন‘আপা চলেন প্রেম করি’— এক লাইনেই বউ পেলেন জামিল!

‘আপা চলেন প্রেম করি’— এক লাইনেই বউ পেলেন জামিল!

[ad_1]

নাটকের সেটে প্রেম, তারপর বিয়ের সেট! ছোট পর্দার জনপ্রিয় দুই মুখ জামিল হোসেন আর মুনমুন আহমেদ মুন এবার সত্যি সত্যিই একসঙ্গে কাটাবেন পর্দার বাইরের জীবনটাও। চলতি এপ্রিলেই ঘর বাঁধলেন এই জুটি। তবে প্রেমের শুরুটা ছিল একেবারেই নাটকীয়, বললে কম বলা হয়—একটু ‘মীরাক্কেলীয়’ও বটে!

সম্প্রতি এক সাক্ষাৎকারে মুন খোলামেলা বলেন সেই ঐতিহাসিক প্রেম প্রস্তাবের গল্প। আমরা তখন ‘আপনি আপনি’ করেই কথা বলি। একদিন জামিল হঠাৎ এসে বলে, ‘আপা চলেন প্রেম করি।’ আমি তো শুনে একটু থতমত! ভাবলাম, এই ছেলে ঠিক আছে তো? — বলে হেসে কুটিকুটি অভিনেত্রী। তবে ভাবনা বেশি দূর যায়নি, রাজিও হয়ে যান তিনি।

প্রেমের আগে থেকেই জামিলের ফ্যান ছিলেন মুন। ‘মীরাক্কেলে ওর পারফরম্যান্সগুলো দেখতাম। তখন থেকেই একটা ভালো লাগা কাজ করতো। পরে যখন একসঙ্গে নাটকে কাজ করলাম, বুঝলাম — এ ছেলে শুধু মজার না, মানুষ হিসেবেও একদম জেন্টেলম্যান!’ বললেন তিনি।

ঢাকাই কন্যা মুনমুনের পড়াশোনার ভেন্যু ছিল আন্তর্জাতিক, পড়েছেন মালয়েশিয়ার মাহশা ইউনিভার্সিটিতে। আর তার আগে ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে করেছেন বিবিএ। অভিনয় ক্যারিয়ারের শুরু বিজ্ঞাপন দিয়ে, এখন পর্যন্ত ১৫টার বেশি বিজ্ঞাপন, বেশ কয়েকটা নাটক আর একটা সিনেমা ‘কাগজ’ সবই তার ঝুলিতে।

অন্যদিকে, জামিল তো একেবারে মীরাক্কেলের দারজা ভেঙেই ঢুকেছেন শোবিজে! এখন নাটক, বিজ্ঞাপন, ওয়েব সিরিজ—সবখানেই সরব।

সব মিলিয়ে, ‘আপা চলেন প্রেম করি’ দিয়ে শুরু হওয়া প্রেম এখন রীতিমতো ‘জামাই চলেন সংসার করি’-তে এসে ঠেকেছে!



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত