Homeবিনোদনআবারও নতুনের সঙ্গে জুটি বাঁধলেন আসিফ আকবর

আবারও নতুনের সঙ্গে জুটি বাঁধলেন আসিফ আকবর

[ad_1]

বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। দুই দশকেরও বেশি সময় ধরে বাংলা গানে আধিপত্য বিস্তার করে চলেছেন। দীর্ঘ এই ক্যারিয়ারে আসিফকে বরারবই দেখা গেছে নতুন শিল্পীদের সাথে জুটিবদ্ধ হয়ে গান করতে। তার সাথে দ্বৈত গান গেয়ে অনেক নারী শিল্পী হয়েছেন সঙ্গীতের অনেক তারকা।

সেই ধারাবাহিকতায় এবার আসিফ আকবর জুটি বাঁধলেন আরেক নতুনের সাথে। সঙ্গীতের আকাশে এই তারার নাম জ্যোতি। কুমিল্লার মেয়ে জ্যোতি ‘ধ্রুব মিউজিক আমার গান’ প্রতিযোগিতার একজন বিজয়ী।

তাদের নতুন এই দ্বৈত গানের শিরোনাম ‘তুমি শুধু তোমারই মতো’। মেহেদী হাসান লিমনের কাব্যমালায় সুর দিয়েছেন নাজির মাহমুদ। আর সঙ্গীতায়োজনে ছিলেন মুশফিক লিটু। ইয়ামিন ইলানের ভিডিও পরিচালনায় জ্যোতির সঙ্গে মডেল হয়েছেন তারেক জামান। আছে আসিফ আকবরের উপস্থিতিও।

নতুন এই সঙ্গীতশিল্পী ও গান সম্পর্কে আসিফ আকবর বলেন, জ্যোতি আমার কুমিল্লার মেয়ে। ওখান থেকেই জানাশোনা। অসম্ভব মেধাবী সে। একই সাথে নাচ, গান ও অভিনয়ে পারদর্শী। ওর চমৎকার গায়কী আমাকে মুগ্ধ করে। আমার বিশ্বাস ও একদিন বাংলা সঙ্গীতের আকাশে জ্বলজ্বলে তারা হবে।

আসিফ আকবরের সঙ্গে গাইতে পেরে উচ্ছ্বসিত জ্যোতি জানালেন, নতুন হিসেবে বাংলা গানের যুবরাজের সঙ্গে এতো চমৎকার গান করতে পারা আমার কাছে স্বপ্ন এবং সৌভাগ্যের। যার গান শুনে বেড়ে ওঠা, তার সাথেই গান করা অন্তহীন আনন্দের। তবে এই গানের সঙ্গে সংশ্লিষ্ট সকলেই গুণীজন। আশা করছি গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।

রেট্রো মিউজিকের ব্যানারে নির্মিত এই গানটি প্রকাশ পেয়েছে আসিফ আকবরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত