Homeবিনোদনআমাকে দেখে দর্শক চমকে উঠবে

আমাকে দেখে দর্শক চমকে উঠবে

[ad_1]

অ্যাকশন ঘরানার সিনেমা ‘পিনিক’ বানাচ্ছেন জাহিদ জুয়েল। এতে অভিনয় করছেন আদর আজাদ ও শবনম বুবলী। গত নভেম্বরে আদর আজাদের ফার্স্টলুক পোস্টার প্রকাশ করে জানানো হয়েছে সিনেমাটি মুক্তি পাবে রোজার ঈদে। এবার প্রকাশ করা হলো বুবলীর ক্যারেক্টার লুক পোস্টার।

শনিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত পোস্টারে বুবলীকে পাওয়া গেল একেবারে ভিন্নরূপে। গলায় হিজাব, চোখে কালো চশমা, ঘাড় থেকে পুরো মুখ খাঁচায় বন্দী। এ যেন গভীর রহস্যের ইঙ্গিত। পিনিক নিয়ে বুবলী জানান, সিনেমায় থাকছে অ্যাকশন, রোমান্স, সাসপেন্স, মিস্ট্রি ও মনস্তাত্ত্বিক থ্রিলার। নায়িকার ভাষ্যমতে, ‘আমি অনেক দিন ধরে চাইছিলাম এমন চরিত্রে অভিনয় করতে, যা দেখে দর্শক চমকে উঠবে! পিনিকে আমার চরিত্র ঠিক এমনই।’

নির্মাতা জাহিদ জুয়েল বলেন, ‘পিনিক দর্শকদের একটা ঘোরের জগতে নিয়ে যাবে। আশা করি ঈদের সময় সিনেমাটি আলোচনার সৃষ্টি করবে।’ পিনিক প্রযোজনা করছে ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট। সহপ্রযোজনা ও আয়োজকের দায়িত্বে আছেন অভিনেতা শিমুল খান। ডিজিটাল ডিস্ট্রিবিউশনে আছে এআর মুভি নেটওয়ার্ক।

আদর আজাদ ও শবনম বুবলী জুটির তৃতীয় সিনেমা পিনিক। এর আগে সৈকত নাসিরের ‘তালাশ’ ও সাইফ চন্দনের ‘লোকাল’ সিনেমায় দেখা গেছে এই জুটিকে। পিনিকে আদর-বুবলী ছাড়াও আরও আছেন আলীরাজ, ফজলুর রহমান বাবু, সমু চৌধুরী, আজাদ আবুল কালাম, শরীফ সিরাজ, কেয়া আল জান্নাহ, মোমেনা চৌধুরী, শিমুল খান প্রমুখ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত