Homeবিনোদনআমাকে লাথি মেরে সিনেমা থেকে বের করে দেয় : ববি দেওল

আমাকে লাথি মেরে সিনেমা থেকে বের করে দেয় : ববি দেওল

[ad_1]

বলিউডের এক নীরব যোদ্ধা ববি দেওল। দীর্ঘ ক্যারিয়ারে ওঠা-নামার খেলায় কখনো হার মানেননি তিনি। ২০২৩-এ ‘অ্যানিমেল’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে আবারও প্রমাণ করেন, তিনি ফিরে এসেছেন আরও শক্তিশালী হয়ে। কিন্তু এবার আলোচনার কেন্দ্রে নতুন এক নতুন তথ্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে ববি নিজেই জানিয়েছেন, ‘জব উই মেট’-এর মতো কালজয়ী ছবিতে তাকে নেওয়া হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে কেড়ে নেওয়া হয় সেই সুযোগ, আর তার জায়গা দখল করেন শহীদ কাপুর। খবর : পিঙ্ক ভিলা

ভারতীয় গণমাধ্যমের সেই সাক্ষাৎকারে ববি বলেন, ক্যারিয়ারে অনেক কঠিন অধ্যায় পেরিয়ে এসেছি আমি। কখনও ছবির প্রস্তাব হাত থেকে চলে যাওয়া, কখনও দিনের পর দিন ফাইনাল কথা হয়ে যাওয়ার পরও কাজ না হওয়া সহ্য করতে হয়েছে আমাকে । একটা কাজের জন্য অনুরোধ করেছিলাম অনেকের কাছ থেকেই। তবে তখন খুব একটা সাড়া পাইনি কারও থেকে।

তিনি আরও বলেন, এরপর আমার নজরে আসে নির্মাতা ইমতিয়াজ আলির অসম্পূর্ণ সিনেমা ‘জাব উই মেট’। তখন আমি তাকে বলি, তোমার সিনেমা তো অর্ধেক তৈরি, রিলিজও হয়নি। আমার সঙ্গে একটা ছবি করো, স্ক্রিপ্ট লেখো।’

এরপরই নাকি ইমতিয়াজ লেখেন ‘জব উই মেট’। ববি নিজেই উদ্যোগ নিয়ে ছবিটির জন্য প্রযোজক খুঁজতে থাকেন।প্রথমে প্রযোজক সংস্থা এই ছবি করতে রাজি ছিল না। পরে তারা করিনা কাপুরকে কাস্ট করতে চান। সেই সময় করিনা স্ক্রিপ্ট পছন্দ না করায় প্রীতি জিনতার সঙ্গেও কথা বলেন ববি। অনেক চেষ্টার পরেও, শেষমেশ যাদের নিয়ে ছবিটি করার কথা ছিল, তাদেরকে বাদ দিয়ে, কারিনা কাপুর ও শহীদ কাপুরকে নিয়ে তৈরি হয় ‘জাব উই মেট’।

এ বিষয়ে অভিনেতা বলেন, আমি যে প্রযোজকের কাছে ইমতিয়াজকে নিয়ে গেছিলাম, সেই পরে ওকে নিয়ে ছবি করল। কিন্তু আমাকেই এক প্রকার লাথি মেরে সিনেমা থেকে বের করে দিল। পরে শহীদ আর কারিনাকে নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ হয়।

২০২৩ সালে সন্দীপ রেড্ডি পরিচালিত অ্যানিমেল চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা অর্জন করেন ববি দেওল। সিনেমাটিতে তার পাশাপাশি অভিনয় করেন, অনিল কাপুর, রণবীর কাপুর, রাশমিকা মান্দানা, তৃপ্তি দিমরিসহ আরও অনেকে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত