Homeবিনোদনআমি তো অভিনয় পারি না, তাও ট্রাই করি: লামিমা লাম

আমি তো অভিনয় পারি না, তাও ট্রাই করি: লামিমা লাম

[ad_1]

জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট-এর পঞ্চম সিজন উপলক্ষে ১ জুন রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে আয়োজন করা হয় এক জমকালো প্রেসমিটের। নাটকের প্রায় সব শিল্পী সেখানে উপস্থিত ছিলেন এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তাদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও ভালোবাসা নিয়ে। সেখানেই নিজের পথচলার গল্প তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন লামিমা লাম।

তিনি বলেন, ‘আমি ভীষণ ইমোশনাল রাইট নাউ। সবার কথা শুনে নিজের শুরুর দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। ২০২০ সালে ছোট একটা চরিত্র নিয়ে শুরু করেছিলাম। তখন কিছুই জানতাম না। বলা হয়েছিল, আপনি যেহেতু নোয়াখালীর মেয়ে, কয়েকটা এপিসোডের জন্য দরকার। আমি ভাবলাম, ঠিক আছে—আমি তো পারি না, তাও ট্রাই করি।’

তিনি আরও বলেন, ‘সেই চেষ্টা করতেই আজ সিজন থ্রি থেকে সিজন ফাইভ পর্যন্ত চলে এসেছি আপনাদের ভালোবাসায়। আমি কখনো ভাবিনি এতদূর আসতে পারব।’

নাটকের জনপ্রিয়তা ও চরিত্রগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে বলতে গিয়ে লামিমা বলেন, ‘আমাদের চরিত্রগুলো মানুষ এতটা রিলেট করতে পেরেছে, যেন আমরা তাদের আশপাশেরই কেউ। আমাদের কেমন যেন পরিবারের একজন ভেবে ফেলে সবাই।’

শুটিং সেটে নিজেকে পরিবারের ছোট সদস্যের মতো মনে হলেও সহশিল্পীদের আন্তরিকতা আর ভালোবাসা বারবার তাকে ছুঁয়ে গেছে বলে জানান তিনি। ‘আমি শুটিংয়ে সবার থেকে ছোট। কিন্তু সবাই এতটা আপন করে নিয়েছে, এত ভালোবাসা দিয়েছে, যা ভাষায় প্রকাশ করা কঠিন।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত