Homeবিনোদনআমি নতুন: মাহজাবিন | কালবেলা

আমি নতুন: মাহজাবিন | কালবেলা

[ad_1]

সংগীতশিল্পী হয়ে বিনোদন জগতে পরিচিতি তার। এরপর গানের পাশাপাশি করেছেন অভিনয়। এখন দুই পরিচয়েই এগিয়ে যেতে চান পারশা মাহজাবিন। সম্প্রতি তিনি নাম লিখিয়েছেন ওয়েব ফিল্মে। নাম ‘ঘুমপরী’। যেখানে তার সহশিল্পী হয়ে অভিনয় করেছেন অভিনেত্রী তানজিন তিশা ও প্রীতম হাসান। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এই ওয়েব ফিল্মের ট্রেলার উন্মোচন করা হয়। যেখানে কাজটি নিয়ে অভিজ্ঞতার কথা জানান পারশা।

তিনি বলেন, ‘এটি আমার ভীষণ পছন্দের একটি কাজ। প্রথমতো এমন গল্পে কাজ করতে আমি আগ্রহী। এরপর যাদের অভিনয় আমার ভালো লাগে তাদের সঙ্গে কাজের সুযোগ হওয়ায় আমার ভালো লাগা আরও বেড়ে গেছে। তারপর কাজ করতে যেয়ে তাদের সহযোগিতা আমাকে আরও বেশি মুগ্ধ করেছে।’ এ সময় তিশা ও প্রীতমের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রকাশ করতে যেয়ে পারশা আরও বলেন, ‘আমি প্রীতম ভাইয়ের গানের ভক্ত। তার সঙ্গে ডুয়েট করার ইচ্ছা আমার অনেক দিনের। এরপর তার সঙ্গে যখন অভিনয়ের সুযোগ আসে আমি ভয় পাই। প্রশ্ন জাগে নিজের মধ্যে, আমি পারব কি না? এরপর নির্মাতা আমাকে সাহস দেন। এ ছাড়া তিশা আপু অসাধারণ একজন অভিনেত্রী ও সহশিল্পী। তিনি নিজে যেমন মনোযোগ দিয়ে কাজ করেন, তেমনই আমার সেরাটি বের করে আনতে সহযোগিতা করেছেন। আমি যে নতুন একজন শিল্পী, তা উনারা বুঝতেই দেননি।’ জাহিদ প্রীতমের পরিচালনায় ওয়েব ফিল্মটিতে প্রীতম হাসান, তানজিন তিশা ছাড়াও অভিনয় করেছেন পারশা মাহজাবীন। এই ফিল্মের ট্রেলার প্রকাশের আগে ‘মন্দ হতো না’ শিরোনামে একটি গান প্রকাশ হয়। যেখানে পারশাকে চিকিৎসকের অ্যাপ্রোনে দেখা যায়। ফাগুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে এটি।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত