Homeবিনোদনআরও এক অনুদানের সিনেমায় মোশাররফ করিম

আরও এক অনুদানের সিনেমায় মোশাররফ করিম

[ad_1]

Ajker Patrika

আরও এক অনুদানের সিনেমায় মোশাররফ করিম

বিনোদন প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ০৮: ৩৮

Photo

‘চক্কর’ সিনেমায় মোশাররফ করিম। ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘চক্কর’। শরাফ আহমেদ জীবন পরিচালিত সিনেমাটি ভালো ব্যবসা করছে সিনেপ্লেক্সগুলোতে। এবার মোশাররফ করিম অভিনীত আরও এক সরকারি অনুদানের সিনেমার খবর জানালেন নির্মাতা নূর ইমরান মিঠু। নির্মাতা জানিয়েছেন, মোশাররফ করিম আরও একটি সিনেমায় অভিনয় করছেন। সরকারি অনুদানের এ সিনেমার নাম ‘কুরকাব’। সিনেমাটি তৈরি হচ্ছে শাহাদুজ্জামানের ‘ইব্রাহিম বক্সের সার্কাস’ গল্প অবলম্বনে। এতে মোশাররফ অভিনয় করছেন ইব্রাহিম বক্স চরিত্রে।

পরিচালক নূর ইমরান মিঠু জানিয়েছেন, আর অল্প কিছু অংশের শুটিং বাকি আছে সিনেমাটির। শুটিং শুরু হয়েছিল গত বছর। নূর ইমরান বলেন, ‘আমরা চেয়েছিলাম, চুপচাপ কাজটা শেষ করতে। যেভাবে পরিকল্পনা ছিল ঠিক সেভাবেই এগিয়েছি। এখন সিনেমাটির কাজ প্রায় শেষের পথে। কিছুদিন পরেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে কুরকাব সিনেমার। ইচ্ছা আছে এ বছরেই সিনেমাটি মুক্তি দেওয়ার।’

এর আগে নূর ইমরান মিঠু বানিয়েছিলেন ‘কমলা রকেট’ ও ‘পাতালঘর’ নামের দুটি সিনেমা। কুরকাব তাঁর তৃতীয় সিনেমা। কমলা রকেটেও অভিনয় করেছিলেন মোশাররফ করিম। তৈরি হয়েছিল শাহাদুজ্জামানের দুটি ছোটগল্প অবলম্বনে।

কুরকাব সিনেমার একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন মীর রাব্বি। এ ছাড়া অন্য চরিত্রগুলোতে থাকছেন একঝাঁক নতুন অভিনয়শিল্পী।

মোশাররফ করিম অভিনীত আরও একটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে বাংলা নববর্ষ উপলক্ষে। ফজলুল কবীর পরিচালিত ‘বিলডাকিনি’ নামের সিনেমাটিতে মোশাররফের সঙ্গে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী পার্নো মিত্র। এটিও সরকারি অনুদানের সিনেমা। এর আগে কয়েকবার মুক্তির কথা থাকলেও নানা কারণে পিছিয়ে গেছে সিনেমাটি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত