Homeবিনোদনআসছে ‘অনলাইন অফলাইন ২’ | কালবেলা

আসছে ‘অনলাইন অফলাইন ২’ | কালবেলা

[ad_1]

নির্মাতা সাগর জাহান। নাটক ইন্ডাস্ট্রিতে তার আলাদা সুনাম রয়েছে। এরই মধ্যে তিনি উপহার দিয়েছেন অসংখ্য দর্শক প্রিয় নাটক। এবার আসছে তার আরও একটি ধারাবাহিক ‘অনলাইন অফলাইন ২’।

এর আগে ‘অনলাইন অফলাইন’ নামের ধারাবাহিকের প্রথম সিজন ২০২১ সালে প্রচার শুরু হয়। ৩৫০-এর বেশি পর্বের এই নাটক দেশের একটি বেসরকারি চ্যানেলে সফলতার সঙ্গে প্রচারিত হয়। এবার আসছে দ্বিতীয় সিজন।

‘অনলাইন অফলাইন ২’ নাটকে অভিনয় করছেন সময়ের জনপ্রিয় একঝাঁক শিল্পী। এ ছাড়া নাটকের ৫০ পর্বের শুটিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলে কালবেলাকে নিশ্চিত করেছেন নির্মাতা সাগর জাহান। তিনি বলেন, “প্রথম সিজনে আমরা এই নাটকের ৩৫০টির বেশি পর্ব প্রচার করি। দর্শকের অসম্ভব ভালোবাসার জন্যই এবার আসছে ‘অনলাইন অফলাইন ২’। এরই মধ্যে আমরা দুই লটে ৫০ পর্বের মতো শুটিং সম্পন্ন করেছি। নাটকটির প্রচার ডিসেম্বরের ৮ অথবা ১৮ তারিখ শুরু হবে। এই সিজনে নতুন কিছু তারকা অভিনেতা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আশা করছি প্রথম সিজনের| চেয়ে এবারের সিজন আরও বেশি দর্শকপ্রিয়তা পাবে।”

‘অনলাইন অফলাইন ২’ নাটকে অভিনয় করছেন মারজুক রাসেল, আখম হাসান, কচি খন্দকার, মুকিত জাকারিয়া, পাভেল ইসলাম, ইশতিয়াক আহমেদ রুমেল, তানজিকা আমিন, নাবিলা ইসলাম, মনিরা মিঠু, শিল্পী সরকা অপু প্রমুখ।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত