Homeবিনোদনআসছে পাওলির ‘জুলি’ | কালবেলা

আসছে পাওলির ‘জুলি’ | কালবেলা

[ad_1]

কলকাতার বহুমুখী প্রতিভার অধিকারী অভিনেত্রী পাওলি দাম। ক্যারিয়ারে নানা মাত্রিক চরিত্রে অভিনয় করেছেন তিনি। হয়েছেন প্রশংসিতও। এবার দেখা যাবে রাজনীতিবিদের চরিত্রে। তবে সিনেমায় নয়, এ চরিত্রে তাকে দেখা যাবে ‘জুলি’ নামের একটি ওয়েব সিরিজে।

ওয়েব সিরিজের শুটিং শুরু হয় ২০২৪ সালে। এরই মধ্যে মুক্তির সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আসছে মে মাসের ২৩ তারিখ এটি আড্ডাটাইমস-এ মুক্তি পাবে।

রাজনৈতিক থ্রিলার গল্পে নির্মিত এ সিরিজ পরিচালনা করেছেন অরিত্র সেন। শহর কলকাতার রাজনৈতিক প্রেক্ষাপটে সাজানো হয়েছে এর গল্প।

সিরিজে নাম ভূমিকায় অভিনয় করবেন পাওলি দাম। এর আগে অরিত্র পরিচালিত ‘কালী’ ওয়েব সিরিজে পাওলি অভিনয় করেছিলেন। নতুন এ সিরিজ নিয়ে পাওলি জানান, ভিন্ন ভিন্ন গল্পে সবসময় কাজের আগ্রহ তার। এমন গল্পে এর আগে কাজ করেননি। তাই এটি তার জন্য স্পেশাল।

সিরিজের বাকি কাস্টিংও নজরকাড়া। সিবিআই অফিসারের চরিত্রে অভিনয় করবেন গৌরব চট্টোপাধ্যায়। কৌশিক সেন ও সুজপ্রসাদ চট্টোপাধ্যায়কে দেখা যাবে রাজনীতিকের চরিত্রে। অন্যদিকে পাওলির বিপরীতে একজন তরুণ রাজনীতিকের চরিত্রে থাকছেন শ্রুতি দাস।

এ ছাড়া বর্তমানে পাওলি তার নতুন সিনেমা বিবি পায়রার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এটি পরিচালনা করেছেন অর্জুন দত্ত।

এদিকে পাওলির মুক্তির অপেক্ষায় আছে একটি ঢাকাই সিনেমা। ‘নীল জোছনা’ শিরোনামের এ সিনেমাটি পরিচালনা করছেন ফাখরুল আরেফীন খান। মোশতাক আহমেদের প্যারাসাইকোলজিবিষয়ক উপন্যাস ‘নীল জোছনার জীবন’ অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পাওলিকে। যার শুটিংয়ের জন্য ২০২৪ সালে ঢাকায় আসেন এ অভিনেত্রী। সিনেমায় পাওলি ছাড়াও মেহের আফরোজ শাওন, তারিক আনাম খান, ইন্তেখাব দিনার ও এফ এস নাঈম অভিনয় করছেন। তবে সিনেমাটি কবে মুক্তি পাবে এবং এর কাজ কতটা সম্পন্ন হয়েছে, তা জানা যায়নি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত