Homeবিনোদন‘ইনসাফ’ দিয়ে হলে ফিরছেন রাজ

‘ইনসাফ’ দিয়ে হলে ফিরছেন রাজ


‘পরাণ’ মুক্তির পর বদলে যায় শরিফুল রাজের ভাগ্য। একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হতে শুরু করেন। তবে অতিরিক্ত পারিশ্রমিক হাঁকানো নিয়ে তৈরি হয়েছিল আলোচনা। ব্যক্তিগত সম্পর্ক নিয়েও ছিলেন আলোচনার কেন্দ্রে। এসব কারণে খানিকটা ব্যাকফুটে চলে যেতে হয় রাজকে। ২০২৪ সালের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত তিনটি সিনেমা ‘দেয়ালের দেশ’, ‘ওমর’ ও ‘কাজলরেখা’। এরপর আর কোনো সিনেমা মুক্তি পায়নি তাঁর। অবশেষে ঈদ উৎসবে প্রেক্ষাগৃহে ফিরছেন রাজ। আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে তাঁর নতুন সিনেমা ‘ইনসাফ’।

অ্যাকশন থ্রিলার গল্পে ইনসাফ পরিচালনা করছেন সঞ্জয় সমদ্দার। নির্মাতা আগেই জানিয়েছিলেন, এতে ধুন্ধুমার অ্যাকশনে দেখা যাবে রাজকে। গত শুক্রবার প্রকাশিত সিনেমার ফার্স্ট লুক পোস্টারে সেভাবেই দেখা দিলেন অভিনেতা। হাতে রক্তাক্ত কুড়াল, ঠোঁটে মুচকি হাসি, চেহারায় রক্তের দাগ। পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখা হয়েছে, ‘ইনসাফ শুধু একটি শব্দ নয়, এটি একটি জীবনবোধ!’

ইনসাফে শরিফুল রাজের সঙ্গে দেখা যাবে তাসনিয়া ফারিণকে। নায়কের মতো তাঁকেও দেখা যাবে অ্যাকশন করতে। গত জানুয়ারিতে ফারিণের জন্মদিনে একটি পোস্টার শেয়ার করে শুভেচ্ছা জানান নির্মাতা সঞ্জয় ও রাজ। এক হাতে পিস্তল, অন্য হাতে রক্ত লেগে থাকা ধারালো চাকু। চেহারায় ছোপ ছোপ রক্তের দাগ। তাসনিয়া ফারিণকে এমন অ্যাকশন লুকে দেখা যায়নি আগে। মোশাররফ করিমকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এ সিনেমায়।

বাংলাদেশে প্রথম হলেও ইনসাফ সঞ্জয় সমদ্দারের দ্বিতীয় সিনেমা। এর আগে জিৎকে নিয়ে টালিউডে ‘মানুষ’ নামের সিনেমা বানিয়েছিলেন তিনি। গত ফেব্রুয়ারিতে শুরু হয়েছে ইনসাফের শুটিং। এখন চলছে শেষ অংশের কাজ।

এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও শোনা যাচ্ছে, ঈদুল আজহায় মুক্তি পাবে ইনসাফ। সিনেমাটি প্রযোজনা করছে তিতাস কথাচিত্র। এ সিনেমা দিয়ে দীর্ঘদিন পর চলচ্চিত্র প্রযোজনায় এসেছে প্রতিষ্ঠানটি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত