আসন্ন ঈদুল আজহায় মুক্তির তালিকায় আরও একটি নতুন সিনেমা যুক্ত হয়েছে। তরুণ নির্মাতা ফরহাদ হোসেনের নাদান মুক্তি পাবে এবারের ঈদে। এর পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হয়েছে সিনেমার প্রচারণা।
এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শ্যামল মাওলা। এছাড়া তার বিপরীতে আছেন সায়মা স্মৃতি।
সিনেমাটি নিয়ে নির্মাতা বলেন, ‘এই সিনেমার গল্প সবাইকে অবাক করবে। কারণ নাদানে এমন একটি টুইস্ট আছে যা সবাইকে অবাক করবে। এই টুইস্টের জন্য দর্শক শেষ পর্যন্ত সিনেমাটি দেখতে বাধ্য হবে বলে আমি আশাবাদী।’
নির্মাতার প্রথম সিনেমা হলেও তিনি তার গল্প নিয়ে বেশ আশাবাদী। ফরহাদ মনে করেন হলে দর্শক সিনেমাটি দেখেই তার প্রমোশন করে দিবে।
এবারের ঈদে মুক্তির তালিকায় আরও আছে আছে রায়হান রাফী পরিচালিত শাকিব খানের তাণ্ডব, সঞ্জয় সমাদ্দারের ইনসাফ, অরিফিন শুভর নীল চক্র ও আদর আজাদেত টগর। এই তালিকায় এবার যুক্ত হলো শ্যামল মাওলার নাদান।
Source link