Homeবিনোদনঈদে টিভিতে দেখা যাবে ‘পেয়ারার সুবাস’ ও ‘সুড়ঙ্গ’

ঈদে টিভিতে দেখা যাবে ‘পেয়ারার সুবাস’ ও ‘সুড়ঙ্গ’

[ad_1]

প্রতিবারের মতো এবার ঈদেও দীপ্ত টিভির অনুষ্ঠানমালায় থাকছে একগুচ্ছ সিনেমা। এর মধ্যে টেলিভিশন প্রিমিয়ার হবে ‘পেয়ারার সুবাস’ ও ‘সুড়ঙ্গ’ সিনেমার। ঈদের দিন বেলা ১টায় দেখা যাবে নূরুল আলম আতিকের পেয়ারার সুবাস ও ঈদের দ্বিতীয় দিন একই সময়ে প্রচার হবে রায়হান রাফীর সুড়ঙ্গ।

বাঙালির বৈবাহিক যৌনজীবনে পুরুষের আধিপত্যের গল্প নিয়ে তৈরি হয়েছে পেয়ারার সুবাস। ২০১৬ সালে শুরু হয়েছিল সিনেমার শুটিং। নানা জটিলতা পেরিয়ে ২০২০ সালে শেষ হয় কাজ। ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় পেয়ারার সুবাসের। গত বছর ফেব্রুয়ারিতে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। এতে পেয়ারা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আরও আছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার প্রমুখ। ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি এই সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হার্ট অ্যাটাক হয়ে মারা যান আহমেদ রুবেল। পেয়ারার সুবাস প্রযোজনা করেছে আলফা আই স্টুডিওজ, সহপ্রযোজনায় আছে চরকি।

অন্যদিকে ২০২৩ সালের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সুড়ঙ্গ। প্রায় দুই দশক ছোট পর্দায় অভিনয়ের পর সুড়ঙ্গ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। টাকার জন্য মরিয়া হয়ে ওঠা মাসুদ নামের এক ব্যক্তির ব্যাংক ডাকাতির ঘটনা নিয়ে তৈরি হয়েছে সুড়ঙ্গ। এতে আরও অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, শহীদুজ্জামান সেলিম, মনির আহমেদ শাকিল, অশোক ব্যাপারীসহ অনেকে।

পেয়ারার সুবাস ও সুড়ঙ্গ ছাড়া দীপ্ত টিভিতে ঈদের দিন সকাল ৯টায় দেখা যাবে ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’; দ্বিতীয় দিন সকাল ৯টায় ‘তুমি আমার মনের মানুষ’; তৃতীয় দিন সকাল ৯টায় ‘আশিকী’, বেলা ১টায় ‘তুফান’; চতুর্থ দিন সকাল ৯টায় ‘মিশন এক্সট্রিম’, বেলা ১টায় ‘বাদশা’; পঞ্চম দিন সকাল ৯টায় ‘স্নেহ’, বেলা ১টায় ‘ওমর’; ষষ্ঠ দিন সকাল ৯টায় ‘পোড়ামন ২’, বেলা ১টায় ‘রোমিও বনাম জুলিয়েট’ এবং সপ্তম দিন সকাল ৯টায় ‘দুই বধূ এক স্বামী’ ও দুপুর ১টায় ‘শান’।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত