Homeবিনোদনঈদে তিন নায়িকার লুকোচুরির গল্প

ঈদে তিন নায়িকার লুকোচুরির গল্প

[ad_1]

ঈদে লুকোচুরির গল্প নিয়ে ওটিটিতে আসছেন তিন নায়িকা। ‘হাইড এন সিক’ নামের ওয়েব ফিল্মে একসঙ্গে দেখা যাবে তানজিন তিশা, প্রার্থনা ফারদিন দীঘি ও রুকাইয়া জাহান চমককে। ফিল্মটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি।

হাইড এন সিকের গল্পে দেখা যাবে, ফিল্মস্টার ইমতিয়াজ খানের বিয়ের ঘোষণার রাতে দুর্ঘটনার শিকার হয় রাশা নামের এক তরুণী। কেউ কেউ ধারণা করছে ইমতিয়াজের সঙ্গে রাশার ছিল গোপন সম্পর্ক। তাই রাশা আত্মহত্যা করতে চেয়েছে। বিনোদন সাংবাদিক নাদিয়া এ নিয়ে প্রশ্ন করতে গেলে ঘটে বিপত্তি। তার ওপর আসে মৃত্যুহুমকি। নাদিয়া বুঝতে পারে, যা চোখের সামনে দেখা যাচ্ছে, তার চেয়েও বড় কোনো সত্য লুকিয়ে আছে এর পেছনে। লুকোচুরি খেলছে আশপাশের প্রতিটি চরিত্র। মরতে মরতে বাঁচে রাশা। নাদিয়াকে দাঁড়াতে হয় মৃত্যুর মুখোমুখি।

পরিচালক হিমি বলেন, ‘থ্রিলারধর্মী এ গল্পে এমন একটি বিষয়ের অবতারণা করা হয়েছে, যা আমাদের সমাজে ঘটলেও থাকে অপ্রকাশিত। কিন্তু আমরা এখন এই ট্যাবু ভাঙতে চাই।’ এ ওয়েব ফিল্মে আরও অভিনয় করেছেন জিয়াউল রোশান, ইন্তেখাব দিনার, দীপা খন্দকারসহ অনেকে। গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক। ওয়েব ফিল্মটি এই ঈদে মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত