Homeবিনোদনঈদ ও বৈশাখ উদ্‌যাপনে জ্বীন থ্রির গান ‘কন্যা’

ঈদ ও বৈশাখ উদ্‌যাপনে জ্বীন থ্রির গান ‘কন্যা’

[ad_1]

প্রতি ঈদেই কোনো না কোনো সিনেমার গানে পাওয়া যায় উৎসবের আমেজ। এবার ঈদ ও বৈশাখ উদ্‌যাপনে ‘জ্বীন থ্রি’ সিনেমা নিয়ে এসেছে ‘কন্যা’ শিরোনামের গান। গতকাল সোমবার সন্ধ্যায় প্রকাশ পাওয়া গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। রবিউল ইসলাম জীবনের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান।

‘পথে পথে হাসি মেখে, ফুলেরা ঘ্রাণ ছড়াল/উড়ে উড়ে কুহু সুরে, পাখিরা গান শোনাল’—এমন কথার গানের দৃশ্যায়নে ফুটে উঠেছে উৎসবের ছাপ। ভিডিওতে দেখা গেল জ্বীন থ্রি সিনেমার দুই অভিনয়শিল্পী আব্দুন নূর সজল ও নুসরাত ফারিয়াকে। দুজনের পোশাকেও রঙের ছড়াছড়ি। দুজনের নাচও ছিল প্রাণবন্ত।

জ্বীন থ্রির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, কন্যা এমন একটি গান হয়েছে, যা যেকোনো বাঙালি উৎসবে (যেমন ঈদ, ফাল্গুন, বৈশাখ, গায়েহলুদ, বিয়ে বা যেকোনো পারিবারিক বা পাবলিক অনুষ্ঠান) সবাই গাইতে পারবেন, নাচতে পারবেন, বাজাতে পারবেন। ফলে আমরা মনে করি, এই গানের মালিক সব বাংলা ভাষাভাষী মানুষ। এই গান আপনার, আমার সবার। এ কারণে গানটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। চাইলেই যে কেউ সোশ্যাল মিডিয়ায় নিজেদের অ্যাকাউন্টে শেয়ার করতে পারবেন গানটি।

জ্বীন সিরিজের প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল ২০২৩ সালের রোজার ঈদে। নাদের চৌধুরী পরিচালিত ‘জ্বীন’ সিনেমায় পূজা চেরির বিপরীতে ছিলেন সজল। ‘জ্বীন টু’ সিনেমায় না থাকলেও সজল ফিরেছেন তৃতীয় কিস্তিতে। অন্যদিকে এবারই প্রথম জ্বীন সিনেমায় যুক্ত হয়েছেন নুসরাত ফারিয়া। এই সিনেমা দিয়ে সাত বছর পর জাজ মাল্টিমিডিয়ায় ফিরেছেন তিনি। হরর ঘরানার জ্বীন থ্রি নির্মিত হয়েছে সত্য ঘটনার ছায়া অবলম্বনে। রোজার ঈদে মুক্তির তালিকায় থাকা সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। জ্বীন টু সিনেমার পরিচালকও ছিলেন তিনি। নতুন সিনেমাটি নিয়ে রোমান বলেন, ‘দর্শক পর্দায় যে ধরনের হরর গল্প দেখতে চায়, তেমন গল্প নিয়েই তৈরি হয়েছে জ্বীন থ্রি। দর্শকের জন্য অনেক চমক অপেক্ষা করছে সিনেমা হলে। আশা করি তাঁরা নিরাশ হবেন না।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত