Homeবিনোদনউপস্থাপনা দিয়ে ফিরলেন টয়া, নিয়মিত হবেন অভিনয়ে

উপস্থাপনা দিয়ে ফিরলেন টয়া, নিয়মিত হবেন অভিনয়ে


২০১০ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। এর পরের বছর ‘অদেখা মেঘের কাব্য’ টেলিফিল্ম দিয়ে নাম লেখান অভিনয়ে। এরপর নিয়মিত কাজ করছেন শোবিজে। ২০২৩ সালে তপু খান পরিচালিত ‘ভালোবাসার রঙ’ স্বল্পদৈর্ঘ্যে অভিনয়ের পর আর পর্দায় দেখা যায়নি তাঁকে। নতুন খবর হলো, প্রায় দেড় বছর পর পর্দায় ফিরেছেন এই অভিনেত্রী। তবে নাটক নয়, উপস্থাপনা দিয়ে ফিরেছেন তিনি। সম্প্রতি এই অভিনেত্রী শেষ করেছেন উপস্থাপনাবিষয়ক রিয়েলিটি শো ‘আর্ট অব প্লেটিং’-এর দ্বিতীয় সিজনের শুটিং।

আর্ট অব প্লেটিং রিয়েলিটি শো নিয়ে টয়া জানান, খাবার রান্না করার পর সেটাকে কত সুন্দরভাবে উপস্থাপন করা যায় অর্থাৎ প্লেটিং করা যায়, সেটি নিয়েই এই শো। বিরতি কাটিয়ে ফেরা প্রসঙ্গে টয়া বলেন, ‘নিজের ইচ্ছা থেকেই বিরতি নিয়েছিলাম। এটা দরকার ছিল আমার জন্য। প্রায় দেড় বছর পর কাজে ফিরলাম। খুব ভালো লাগছে। বিরতির কারণে প্রথম দুই দিন একটু কষ্ট হয়েছে। ধীরে ধীরে সেটা ঠিক হয়ে গেছে। অনেক এনজয় করেছি অনুষ্ঠানাটি।’

আর্ট অব প্লেটিং অনুষ্ঠানটি ২৫ এপ্রিল থেকে প্রতি শুক্র ও শনিবার বাংলাভিশনে রাত ৮টা ১৫ মিনিট, আরটিভিতে সন্ধ্যা ৭টা ১০ মিনিট, দীপ্ত টেলিভিশনে রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে। 

শুধু উপস্থাপনা নয়, আবারও অভিনয়েও নিয়মিত হওয়ার কথা জানালেন টয়া। ইতিমধ্যে কয়েকটি কাজ নিয়ে কথাবার্তা চলছে বলে জানান তিনি। সবকিছু চূড়ান্ত হয়ে গেলে জানাবেন বিস্তারিত।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত