Homeবিনোদন‘উৎসব’ সিনেমায় আর্টসেল ব্যান্ডের কালজয়ী গান

‘উৎসব’ সিনেমায় আর্টসেল ব্যান্ডের কালজয়ী গান

[ad_1]

এবারের ঈদে মুক্তি পেয়েছে ৬টি সিনেমা। যার মধ্যে তানিম নূর পরিচালিত পারিবারিক চলচ্চিত্র ‘উৎসব’ দর্শক মহলে আলাদা ভালোবাসা পাচ্ছে। শাকিব খানের ‘তাণ্ডব’-এর পর দর্শকপ্রিয়তার দিক থেকে ছবিটি এগিয়ে আছে।

সিনেমাটির গল্প এরই মধ্যে দর্শক গ্রহণ করেছে। যার কারণে ঈদের তৃতীয় দিন রাজধানীর যে কয়টি প্রেক্ষাগৃহে ‘উৎসব’ চলছে, সবখানেই হাউসফুল শো গিয়েছে বলে নিশ্চিত করেছে নির্মাতা সূত্র।

এদিকে ‘উৎসব’ সিনেমায় ব্যবহার করা হয়েছে দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেলের কালজয়ী গান ‘ধূসর সময়’। যার মিউজিক ভিডিও সম্প্রতি চরকির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। যা প্রশংসিত হচ্ছে আর্টসেল ভক্তদের কাছে।

ডোপ প্রডাকশনস ও লাফিং এলিফ্যান্ট প্রযোজিত উৎসব সিনেমাটির কাহিনি যৌথভাবে লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া।

এই ছবিতে অভিনয় করেছেন একঝাঁক তারকা—জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মান।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত