Homeবিনোদনঋতাভরীর নতুন অধ্যায় | কালবেলা

ঋতাভরীর নতুন অধ্যায় | কালবেলা

[ad_1]

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। ব্যক্তিজীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন তিনি। এবার গন্তব্য নির্ধারিত করে জানিয়ে দিলেন নতুন জীবন শুরু করতে যাচ্ছেন তিনি।

অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী পহেলা বৈশাখের দিন প্রেমিক সুমিত অরোরার সঙ্গে আংটি বদল করেছেন। যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেন এই অভিনেত্রী। এরপরই ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি।

ছবিগুলো শেয়ার করে ঋতাভরী ক্যাপশনে লিখেছেন, ‘সারা জীবনের জন্য একে অপরকে ‘বিরক্ত’ করার জন্য আমি হ্যাঁ বলেছি। মিস্টার রাইটের সঙ্গে বাগ্দান সম্পন্ন।’

ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। তারকাদের পাশাপাশি অসংখ্য অনুরাগী এই নতুন জুটিকে শুভেচ্ছা দিয়েছেন। শুভকামনা জানিয়েছেন অভিনেত্রী নুসরাত জাহান, ইশা সাহা, নির্মাতা রাহুল দাশগুপ্তরাও।

অভিনয়ের পাশাপাশি ঋতাভরীর জীবনসঙ্গী সুমিতও জড়িত সিনেমার জগতে, তবে তিনি পর্দার পেছনের মানুষ। পেশায় লেখক, সুমিত অরোরা বলিউডের ‘জওয়ান’, ‘স্ত্রী’, ‘চান্দু চ্যাম্পিয়ান’-এর মতো বিখ্যাত সিনেমার সংলাপ লিখেছেন। শুধু তাই নয়, ওয়েব প্ল্যাটফর্মেও রয়েছে তার সফল পদচারণা।

এর আগে মনোরোগ বিশেষজ্ঞ তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন ঋতাভরী। লকডাউনের সময় সেই সম্পর্কের সূচনা হলেও পরবর্তীতে তা ভেঙে যায়।

ঋতাভরীকে সবশেষ অভিনয় করতে দেখা যায় পরিচালক মৈনাক ভৌমিকের ‘গৃহস্থ’। যেটি এ বছরের মার্চে মুক্তি পায়। এতে তার বিপরীতে অভিনয় করেন সৌরভ দাস।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত