Homeবিনোদনএকসঙ্গে বৃষ্টি, শামীম, সামান্তা | কালবেলা

একসঙ্গে বৃষ্টি, শামীম, সামান্তা | কালবেলা

[ad_1]

প্রথমবার একসঙ্গে কাজ করছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি, শামীম হাসান সরকার এবং তরুণ অভিনেত্রী সামান্তা পারভেজ। নাটকের নাম ‘মুসিবত আনলিমিটেড’। এটি একটি ধারাবাহিক, যা পরিচালনা করছেন সহিদ উন নবী। নতুন এ ধারাবাহিক নিয়ে তানিয়া বৃষ্টি বুয়ার চরিত্রে অভিনয় করেছেন।

নিজের চরিত্র নিয়ে তিনি বলেন, ‘এর আগেও আমি কাজের বুয়ার চরিত্রে অভিনয় করেছি। কিন্তু এই ডিসকো বুয়ার চরিত্রটি একেবারেই আলাদা। তার চালচলন, কথাবার্তা, পান খাওয়া এবং ঢাকাইয়া ভাষায় সংলাপ প্রক্ষেপণ—সব মিলিয়ে চরিত্রটি আমার ভীষণ ভালো লেগেছে। আমি পূর্ণ মনোযোগ দিয়ে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। খুব আশাবাদী কাজটি নিয়ে।’

নাটকে সহশিল্পী হিসেবে তানিয়া বৃষ্টিকে পেয়ে উচ্ছ্বসিত শামীম হাসান। তিনি বলেন, ‘বৃষ্টি নিঃসন্দেহে দারুণ অভিনেত্রী। সহশিল্পী হিসেবে পাশে থাকলে অভিনয় অনেক বেশি উপভোগ্য হয়ে ওঠে। সামান্তার অভিনয়ে আরও ভালো করার চেষ্টা দুর্দান্ত। নবী ভাইয়ের এ নাটকটি দর্শক সমাদৃত হবে বলেই আমার বিশ্বাস।’

কমেডি ঘরানার এ নাটকটি শিগগিরই দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানান নির্মাতা। এতে আরও অভিনয় করেছেন শেলী আহসান, দিলু খন্দকার। এদিকে ৪ ও ৫ ডিসেম্বর বৃষ্টি-শামীম নতুন আরেকটি একক নাটকে কাজ করবেন।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত