Homeবিনোদনএকসঙ্গে শাকিব খান-আমিন খান, কী জানান দিলেন?

একসঙ্গে শাকিব খান-আমিন খান, কী জানান দিলেন?

[ad_1]

শাকিব খান-আমিন খান ঢালিউডের জনপ্রিয় দুই তারকা। প্রায় দুই যুগ আগে তাদের একসঙ্গে সিনেমায় দেখা যেত। তবে এখন আর দেখা যায় না।

কারণ একযুগ থেকে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন আমিন খান। দিনে দিনে শাকিব খান নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেও আমিন খানকে আর সেভাবে পাওয়া যায়নি। তবে দর্শকরা বহুবার তাদের দুজনকে আবার একসঙ্গে দেখতে চেয়েছে।

অনেকে বলে থাকেন, শাকিব খান যেহেতু বছরের পর ইন্ডাস্ট্রি শাসন করছেন, তার সিনেমায় অন্যরকম ক্যারেকটার দিয়ে হয়তো দারুণ কামব্যাক হতে পারে আমিন খানের। এমনকি শাকিবের আসন্ন সিনেমায় মারকাটারি ভিলেন হিসেবেও আমিন খানকে দেখতে চান অনেকে।

এবার হয়তো দর্শকদের সেই আশায় পূরণ হতে চলেছে। বহুবছর পর একই ফ্রেমে দেখা গেল শাকিব খান ও আমিন খানকে। দুজনে পরস্পরের কাঁধে কাঁধ রেখে থামস আপ দিয়ে আছেন।

দুই খানের মুখে যেন হাসি ফুরাচ্ছে না! শাকিব তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের টিশার্ট ও ক্যাপ আছেন, অন্যদিকে ওয়ালটনের হুডি পরা আমিন খান। তবে কেন তারা একত্র হয়েছেন কিংবা আগামীতে কোন কাজে তাদের একসঙ্গে দেখা যাবে তা পরিষ্কার জানা যায়নি।

একসঙ্গে শাকিব খান ও আমিন খান অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে হীরা চুনি পান্না, উত্তেজিত, হিম্মত, গরম খবর, সাত খুন মাফ, পিতার আসন হিম্মত, ফুল নেব না অশ্রু নেব, সমাধি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত