Homeবিনোদনএবার ইয়াশের বিপরীতে মালাইকা

এবার ইয়াশের বিপরীতে মালাইকা

[ad_1]

বিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা। যে নাটক দিয়ে তাঁর অভিনয় শুরু, তার গল্পভাবনাও ছিল মেহজাবীনের। আসছে কোরবানির ঈদে আবারও মোস্তফা কামাল রাজের নির্দেশনায় একটি ইউটিউব ফিল্মে দেখা যাবে মালাইকাকে। ফিল্মের নাম ‘ক্ষতিপূরণ’। ২ থেকে ৭ মে পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরে হয়েছে শুটিং।

প্রথম নাটকে নায়ক হিসেবে মালাইকা পেয়েছিলেন ফারহান আহমেদ জোভানকে। এবার ইয়াশ রোহানের নায়িকা হয়ে আসছেন তিনি। ক্ষতিপূরণে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, এমএনইউ রাজু, সমু চৌধুরী, শরিফ ফারজানা বুশরা, আইমন সিমলা, ইকবালসহ অনেকে। চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ, চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ।

ফিল্মের গল্প নিয়ে এখনই বিস্তারিত জানাতে চান না মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, রাখতে চান চমক হিসেবে। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, গল্পটাও ফিল্মের অন্যতম আকর্ষণ। এটা চমক হিসেবেই রাখতে চান দর্শকদের জন্য। গল্প সম্পর্কে ধারণা দিয়ে তিনি বলেন, ‘কোনো মা প্রতিদানের আশায় সন্তানকে ভালোবাসে না। মায়ের মমতার কোনো মূল্য হয় না। এটাই পৃথিবীর সবচেয়ে অমূল্য বিষয়। ক্ষতিপূরণে তেমনটাই দেখা যাবে।’

ক্ষতিপূরণে থাকছে একটি নতুন গান। গেয়েছেন ও সুর-সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সম্পাদনা ও রং বিন্যাস করেছেন রাশেদ রাব্বি। নির্মাতা জানিয়েছেন, ঈদুল আজহায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ক্ষতিপূরণ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত