Homeবিনোদনএবার মধ্যপ্রাচ্যে শাকিবের ‘বরবাদ’ | কালবেলা

এবার মধ্যপ্রাচ্যে শাকিবের ‘বরবাদ’ | কালবেলা


শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে দাপটের সঙ্গে প্রদর্শিত হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, নিউজিল্যান্ড ও ডেনমার্কে মুক্তি পায় এটি।

অ্যাকশন ও রোমান্সে ভরপুর সিনেমাটি এবার মুক্তি পেল মধ্যপ্রাচ্যে। বৃহস্পতিবার (১৫ মে) থেকে সংযুক্ত আরব আমিরাত (দুবাই), ওমান, কাতার ও বাহরাইনের দর্শকরা দেখতে পারছেন শাকিব-ইধিকা পাল জুটির দ্বিতীয় সিনেমাটি।

বিষয়টি নিয়ে প্রযোজক শাহরিন আক্তার সুমি জানান, মূলত মধ্যপ্রাচ্যে সেন্সর ছাড়পত্রসহ নানা প্রক্রিয়ার কারণে মুক্তির ক্ষেত্রে কিছুটা সময় লেগেছে। তবে মধ্যপ্রাচ্যে অনেক বাংলাদেশি এবং ভারতীয় দর্শক রয়েছেন। বাংলা ভাষাভাষী দর্শক বরবাদ উপভোগ করবেন বলে বিশ্বাস করি।

তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয় পরিচালিত প্রথম সিনেমা ‘বরবাদ’। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, যীশু সেনগুপ্ত ও মামুনুর রশীদ। মুক্তির এক মাসে সিনেমাটি প্রায় ৭৫ কোটি টাকার ব্যবসা করেছে বলে জানা গেছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত