Homeবিনোদনএলটন জন ও ম্যাডোনার পুরোনো দ্বন্দ্ব মিটল

এলটন জন ও ম্যাডোনার পুরোনো দ্বন্দ্ব মিটল

[ad_1]

দীর্ঘ এক দশকের পুরোনো দ্বন্দ্ব মিটিয়ে নিলেন এলটন জন ও ম্যাডোনা। ২০০২ সাল থেকে তাঁদের মুখ দেখাদেখি ছিল না। এই বৈরী সম্পর্ক পোড়াচ্ছিল দুজনকেই, বিশেষ করে ম্যাডোনাকে। পপ কুইন তাই নিজ থেকেই গিয়ে কথা বলেছেন প্রখ্যাত ব্রিটিশ গায়কের সঙ্গে। পুরোনো ঘটনার জন্য ম্যাডোনার কাছে ক্ষমাও চেয়েছেন এলটন জন। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি জানিয়েছেন ম্যাডোনা।

ইনস্টাগ্রামে দুজনের একসঙ্গে তোলা ছবি পোস্ট করে ম্যাডোনা লিখেছেন, ‘এক দশক ধরে এ ব্যাপারটা আমাকে কষ্ট দিত, যাকে এত শ্রদ্ধা করি তিনি আমাকে প্রকাশ্যে অপমান করেছেন! কেন সেটা বুঝতেও পারিনি। যখন শুনলাম সানডে নাইট লাইভ অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন, আমিও সেখানে যাই, ব্যাকস্টেজে তাঁর মুখোমুখি হই। আমাকে দেখেই তিনি বলে উঠলেন, ‘‘আমাকে ক্ষমা করে দিও’’। সঙ্গে সঙ্গে আমাদের মধ্যকার দূরত্ব যেন মিটে গেল। আমরা পরস্পরকে জড়িয়ে ধরলাম।’

ম্যাডোনা জানিয়েছেন, এলটন জনের প্রতি তাঁর মুগ্ধতা স্কুলজীবন থেকে। একবার ডেট্রয়েটে গাইতে গিয়েছিলেন জন, সেই কনসার্ট দেখে ম্যাডোনা প্রথম বুঝতে পেরেছিলেন, সংগীতের কী শক্তি! এর পর বদলে গিয়েছিল তাঁর জীবনের গতিপথ। সিদ্ধান্ত নিয়েছিলেন, সংগীত নিয়েই থাকবেন আজীবন। এলটন জনের প্রতি তাই ম্যাডোনা এত কৃতজ্ঞ!

কিন্তু এই মুগ্ধতা বিপরীত দিকে চলতে শুরু করে ২০০২ সালের পর। জেমস বন্ড সিরিজের ‘ডাই অ্যানাদার ডে’ সিনেমার টাইটেল সং গেয়েছিলেন ম্যাডোনা। এক টিভি অনুষ্ঠানে গানটি সম্পর্কে বিরূপ মন্তব্য করে এলটন জন বলেন, ‘জেমস বন্ড সিনেমাগুলোর মধ্যে এটা সবচেয়ে খারাপ গান’। এ সমালোচনা মানতে পারেননি ম্যাডোনা।

২০০৪ সালে কিউ অ্যাওয়ার্ডসে বেস্ট লাইভ অ্যাক্ট বিভাগে ম্যাডোনা মনোনয়ন পাওয়ার পর এলটন জন বলেন, ‘ম্যাডোনা আর বেস্ট লাইভ অ্যাক্ট! ধুর! লিপসিঙ্ক কবে থেকে আবার লাইভ হয়ে গেল? যারা কনসার্টে লিপসিঙ্ক করে দর্শকদের ধোঁকা দেয়, তাদের গুলি করে মারা উচিত।’ এমন মন্তব্য দুজনের সম্পর্ককে আরও তলানিতে নামিয়ে দেয়।

তবে এ সবই এখন অতীত। এক দেখাতেই তাঁদের পুরোনো রাগ, অভিমান মিলিয়ে গেছে। ম্যাডোনা জানিয়েছেন, এলটন জন তাঁর জন্য একটা গানও লিখেছেন। সেই গানে ম্যাডোনার সঙ্গে কলাবোরেট করতে চান তিনি। ম্যাডোনা তাই বলছেন, ‘এত দিনে যেন একটি বৃত্ত সম্পূর্ণ হলো।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত