Homeবিনোদন‘এ আই’ নিয়ে যা বললেন রাধিকা

‘এ আই’ নিয়ে যা বললেন রাধিকা

[ad_1]

এবার প্লাস্টিক সার্জারি করিয়েছেন বলিউড অভিনেত্রী রাধিকা মদন এমন গুঞ্জন চাউর হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর একটি ভিডিও প্রকাশ পেলে মুহূর্তেই সেটা ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনরা বলতে শুরু করেন প্লাস্টিক সার্জারি করিয়েছেন রাধিকা। তবে ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে এবার মুখ খুলেছেন এই সুন্দরী।

সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ভিডিওতে রাধিকাকে বেশ পরিবর্তিত অবস্থায় দেখানো হয়, যার ক্যাপশনে লেখা ছিল, ‘মনে আছে কালার্স টিভির হিট শোয়ের ঈশানিকে? সার্জারির পর রাধিকাকে এখন চিনতেই পারা যায় না।’ পোস্টটিতে আরও লেখা ছিল, “রধিকা তো মনে হচ্ছে মৌনি রায়ের মতোই হয়ে গেছে, নতুন মুখ, নতুন ভাব।”
এ বিষয়ে অভিনেত্রী বলেন, এই ভিডিওটি এআই দিয়ে বানানো হয়েছে এবং অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এডিট করা ওই ভিডিও দেখে বিশ্বাস করে বসেছেন।

এদিকে ভাইরাল হওয়া ওই পোস্টে মন্তব্য করে রাধিকা লিখেছেন, “ব্যস এতটুকুই ভ্রু উপরে তুলেছো এআই দিয়ে? এগুলা আর করো না ভাই। এই তো এখনো ন্যাচারালই রয়েছি আমি। এছাড়া এআইর অতিরঞ্জিত ব্যবহারের উপহাস করেছেন এই অভিনেত্রী।

‘মেরি আশিকী তুম সে হি’ ধারাবাহিকে ঈশানি চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শক জনপ্রিয়তায় আসেন রাধিকা মদন। এরপর তিনি টেলিভিশন থেকে সিনেমায় সফলভাবে স্থান করে নেন এবং ধীরে ধীরে বলিউডে নিজের ক্যারিয়ার গড়ে তোলেন। তিনি ‘মার্ড কো দর্দ নেহি হোতা’, ‘পাতাখা’, ‘আংরেজি মিডিয়াম, সিদ্ধাত, মোনিকা, ও মাই ডার্লিং, কুত্তে, কাচ্চে লিম্বু’, সাজিনী শিন্ডে কা ভাইরাল ভিডিও’, ‘সারফিরাসহ অনেক সিনেমায় অভিনয় করেছেন।

বর্তমানে রাধিকা অনিল কাপুরের বিপরীতে ‘সুবেদার’ সিনেমায় কাজ করছেন। ছবিটি পরিচালনা করছেন সুরেশ ত্রিভেনি। তবে এখন পর্যন্ত সিনেমাটির মুক্তির তারিখ প্রকাশ করেননি নির্মাতা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত