Homeবিনোদনএ কোন বিপাশা | কালবেলা

এ কোন বিপাশা | কালবেলা


সন্তান জন্মের পর নারীর জীবনে যেমন আসে আনন্দের নতুন অধ্যায়, তেমনি শরীরেও ঘটে নাটকীয় পরিবর্তন। এ পরিবর্তন অনেক সময় হয়ে ওঠে সমালোচনার কেন্দ্রবিন্দু। বিশেষ করে তারা যদি হন আলোচিত তারকা। বলিউডের গ্ল্যামার দুনিয়ার ঝলমলে রূপালি পর্দায় যিনি ছিলেন রূপ ও ফিটনেসের প্রতীক, সেই অভিনেত্রী বিপাশা বসু আজ কটাক্ষের মুখোমুখি, শুধু মা হওয়ার পর স্বাভাবিক শারীরিক পরিবর্তনের কারণে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ছবিতে তার ওজন বাড়ার বিষয়টি ঘিরে নিন্দার ঝড় উঠেছে, যা আবারও সামনে এনেছে সমাজের রূপবদ্ধ দৃষ্টিভঙ্গির নির্মম বাস্তবতা।

২০২২ সালের নভেম্বরে এক কন্যা সন্তানের জন্ম দেন বিপাশা। জানা যায়, সন্তান প্রসবের পর ওজন বেড়েছিল তার। তবে সবাই ধরে নিয়েছিলেন এত দিনে ওজন কমিয়ে ফেলেছেন তিনি। কিন্তু সম্প্রতি অভিনেত্রীর মোটা হওয়ার ছবি ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয় নানা রকম আলোচনা-সমালোচনার ঝড়।

কোনোরকম মেকআপ ছাড়া রাস্তায় বের হয়েছিলেন বিপাশা। আর সেই মুহূর্তেই পাপারাজিদের ক্যামেরায় ক্যামেরাবন্দি হন তিনি। আর সেই ছবিই এই মুহূর্তে নেটমাধ্যমে ভাইরাল।

কেউ যেন মেনেই নিতে পারছেন না তার চেহারার এই গড়ন। যার কারণে বিভিন্ন ধরনের কটাক্ষমূলক মন্তব্যের শিকার হচ্ছেন বিপাশা। তবে তার পক্ষে কথাও বলছেন অনেক অনুরাগী।

মন্তব্য ঘরে একজন লিখেছেন, ‘তার যখন প্রয়োজন ছিল, তখন তিনি নিজেকে সেভাবেই দেখিয়েছেন। এখন তিনি তার মাতৃত্বকে গুরুত্ব দিচ্ছেন, যেটাকে সম্মানের দৃষ্টিতে দেখা উচিত।’ আরেকজন লিখেছেন, ‘তিনি অন্যদের মতো সারোগেসি করাননি, নিজেই জন্ম দিয়েছেন। তার মধ্যে মাতৃত্বের মাধুর্যতা ফুটে উঠেছে।’

বিপাশাকে এরকম কটাক্ষ করায় মুখ খুলেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। এই অভিনেত্রী বলেন, ‘কিছু মানুষ আছে শুধু খারাপ কথা বলার জন্য। এদের পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই। মানুষের এই নিম্ন রুচির জন্যই আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না। এই নোংরামিতে গুরুত্ব দিতে আমার রুচিতে বাধে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত