Homeবিনোদনএ বছরের মতো কাজের ব্যস্ততা আগে হয়নি: হিমি

এ বছরের মতো কাজের ব্যস্ততা আগে হয়নি: হিমি

[ad_1]

সময়ের অন্যতম ব্যস্ত অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। বছরজুড়েই থাকে তার নাটকের ব্যস্ততা। যে ব্যস্ততার পরিমাণ এতটাই বেশি যে, মাসের ২৫ দিনই তাকে করতে হয় শুটিং। কাজের এমন ব্যস্ততা বিগত বছরগুলোতেও ছিল এ অভিনেত্রীর। তবে এ বছরের মতো কাজের ব্যস্ততা আগে হয়নি বলে জানালেন তিনি।

২০২৪ সাল একেবারই শেষের দিকে। চলছে নভেম্বর মাস। সামনে আর একটি মাস পরই নতুন বছর চলে আসবে। তাই এ বছরে এখন পর্যন্ত ব্যস্ততা কেমন ছিল জানতে চাইলে হিমি বলেন, ‘আলহামদুলিল্লাহ ভালো ব্যস্ততা ছিল। এ বছরের মতো কাজের এমন ব্যস্ততা আগে হয়নি। কারণ, দর্শকদের ভালোবাসা ও আল্লাহর ইচ্ছায় বিগত কয়েক বছর ধরেই আমি নাটক নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছি। তবে এবার শিডিউল অনেক ব্যস্ত গিয়েছে। আমার মনে আছে, ঈদুল ফিতর ও ঈদুল আজহায় শুটিং ‍শিডিউল এতটাই টাইট ছিল যে, ঈদের তিন দিনের মাথায় আমার আবার শুটিং সেটে যাওয়া লাগে। কেননা নাটকগুলো ঈদের সাত দিনের মাথায় প্রকাশ হবে। তাই একটু কষ্ট হলেও বিষয়গুলো আমি উপভোগ করেছি।’

এ বছর হিমির কয়টি নাটক প্রচার পেয়েছে, কয়টি প্রচারের অপেক্ষায় আছেন, জানতে চাইলে তিনি জানান, অসংখ্য নাটকে অভিনয় করেছেন। যার পরিমাণ গুনে রাখা সম্ভব হয়নি তার। তবে কাজের পরিমাণ সামনের বছর আরও বাড়াতে চান তিনি। এ নিয়ে হিমি বলেন, ‘আমি এ বছর অসংখ্য নাটকে কাজ করেছি, যা গুনে রাখা অসম্ভব। ইচ্ছা আছে সামনের বছর আরও বেশি কাজ করার। তবে ২০২৫ সালে কমেডি গল্পের চেয়ে রোমান্টিক ও ড্রামাটিক কাজে মনোযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। আর নিজেকে ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা থাকবে।’

দেশের বিনোদন বাজারে এখন ওটিটির প্রতি অভিনেতা-অভিনেত্রীদের কাজের আগ্রহ বেড়েছে। কিন্তু হিমিকে শুধু নাটকেই অভিনয় করতে দেখা যায়। এর কারণ ব্যাখ্যা করে হিমি আরও বলেন, ‘ওটিটির কাজের অফার খুব যে আমার কাছে এসেছে, তা কিন্তু নয়। কিছু কাজ এসেছিল, যা গল্প ভালো না লাগায় আমার করা হয়নি। তবে ভালো কাজ এলে অবশ্যই করার ইচ্ছা আছে। আমি ওটিটিতে একটি কাজও করেছিলাম, চঞ্চল ভাইয়ের সঙ্গে। কাজটি ভারতীয় প্রতিষ্ঠান জি ফাইভের ছিল, পরে সেটা আর প্রকাশ পায়নি। তাই ভালো কাজ হলে অবশ্যই আমি করব। এ ছাড়া নাটকে অভিনয়ই আমি উপভোগ করছি।’

হিমির কাছে সিনেমায় অভিনয়ের বিষয়েও জানতে চাওয়া হয়। সব প্ল্যাটফর্মের ক্ষেত্রেই তিনি গল্প এবং মানসম্মত কাজকে প্রাধান্য দেবেন বলেও জানান।

অভিনেত্রীর কথা অনুযায়ী এ বছর তিনি অসংখ্য নাটকে কাজ করেছেন। তার জনপ্রিয় নাটকের তালিকায় রয়েছে—‘মামার বাড়ি’, ‘আমার একজন মানুষ আছে’, ‘বউয়ের দাঁত ৩২’, ‘মন মাজার’, ‘জাস্ট ম্যারিড’, ‘গাধা’, ‘বেক্কল না সোজা’, ‘পাত্তা পায় না সাত্তার ভাইস’ ইত্যাদি।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত