Homeবিনোদনএ সপ্তাহের জমজমাট নেটফ্লিক্স | কালবেলা

এ সপ্তাহের জমজমাট নেটফ্লিক্স | কালবেলা

[ad_1]

প্রতি সপ্তাহে ওটিটি দুনিয়ায় আসে চমকে দেওয়া সব নতুন কনটেন্ট। সেইসঙ্গে দর্শকদের আগ্রহও থাকে তুঙ্গে। এ সপ্তাহেও নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে নানা দেশের, নানা ভাষার দুর্দান্ত সব সিনেমা ও ওয়েব সিরিজ। রোমাঞ্চ, থ্রিল, হাস্যরস কিংবা ড্রামা সব ঘরানার জমজমাট কনটেন্টে ভরপুর থাকছে এ সপ্তাহ। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে আজকের এ প্রতিবেদনে। লিখেছেন তামজিদ হোসেন

ডিয়ার হংরাং

নির্মাতা কিম হং-সানের পরিচালনায় চলতি বছর ১৬ মে নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে কোরিয়ান ড্রামা সিরিজ ‘ডিয়ার হংরাং’। এ সিরিজের গল্পটি একটি রহস্যময় রোমান্সের, যেখানে জেই তার নিখোঁজ ভাইকে খুঁজতে গিয়ে ভালোবাসার যাত্রায় পা বাড়ায়। এ পথে তাকে নিজের পরিবারের অন্ধকার গোপন সত্যগুলোর মুখোমুখি হতে হয় এবং পাশাপাশি চোসন যুগের নানা বিপদ ও ষড়যন্ত্রের মোকাবিলাও করতে হয়। আসন্ন এ ড্রামা সিরিজটিতে অভিনয় করেছেন লি জে-উক, জো বো-আহ, কিম জে-উকসহ আরও অনেকে।

রোটেন লিগ্যাসি

‘রোটেন লিগ্যাসি’ একটি আসন্ন স্প্যানিশ নেটফ্লিক্স অরিজিনাল ড্রামা সিরিজ। যেটি নির্মাণ করেছেন কার্লোস মনতেরো, পাবলো অ্যালেন ও ব্রেইক্সো কোরাল। এ সিরিজটির গল্প উত্তরাধিকার রক্ষার বিষয়ের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে। যেখানে দেখা যায়, ফেদেরিকো সেলিগম্যান অসুস্থতা থেকে সুস্থ হতে অবসর নেন, কিন্তু ফিরে এসে দেখেন তিনি যে দিকটি ঘৃণা করেন তার ছেলেরা সেই পথে ব্যবসাটি চালিত করছে। এরপর নিজের উত্তরাধিকার ধ্বংস হওয়া ঠেকাতে তিনি অবিশ্বাস্য এক কাজ করতে প্রস্তুত হন। এ সিরিজটিতে অভিনয় করেছেন জোসে করোনাডো, বেলেন কুয়েস্তা, দিয়েগো মার্টিনসহ আরও অনেকে। ড্রামাটি মুক্তি পাবে ১৬ মে।

এয়ার ফোর্স এলিট: থান্ডারবার্ডস

যারা সামরিক ডকুমেন্টরি পছন্দ করেন, তাদের জন্য থাকছে এবার সুখবর। কারণ ২৩ মে নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে ‘এয়ার ফোর্স এলিট: থান্ডারবার্ডস’। এ ডকুমেন্টরি দেখা যাবে মার্কিন বিমান বাহিনীর থান্ডারবার্ডস ফ্লাইট স্কোয়াড্রনের ভেতরের দৃশ্য। ডকুমেন্টরিটি নির্মাণ করেছেন ম্যাট উইলকক্স।

সাইরেন্স

নিকোল ক্যাসেলের পরিচালনায় নির্মিত ডার্ক কমেডি সিরিজ ‘সাইরেন্স’ নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে ২২ মে। এরই মধ্যে সিরিজটির ট্রেইলার মুক্তি পেয়েছে, যা দেখে বেশ উচ্ছ্বসিত দর্শকরা। সেখানে দেখা যায়, ডেভন তার নতুন বসের সঙ্গে তার বোনের অস্বাস্থ্যকর সম্পর্ক নিয়ে চিন্তিত এবং এভাবেই এগোতে থাকে ড্রামাটির কাহিনি। সিরিজটিতে অভিনয় করেছেন মেঘান ফাহি, মিলি অ্যালকক, গ্লেন হাওয়ারটনসহ আরও অনেকে।

ফিয়ার স্ট্রিট: প্রম কুইন

যারা হরর থ্রিলার সিনেমা পছন্দ করেন, ‘ফিয়ার স্ট্রিট: প্রম কুইন’ তাদের জন্য। এ সিনেমাটি পরিচালনা করেছেন ম্যাট পালমার এবং অভিনয় করেছেন ইন্ডিয়া ফাউলার, সুজানা সন, ফিনা স্ট্রাজাসহ আরও অনেকে। এটি নেটফ্লিক্সে মুক্তি পাবে ২৩ মে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত