Homeবিনোদনওটিটিতে আসছে ‘মিসম্যাচড সিজন ৩’

ওটিটিতে আসছে ‘মিসম্যাচড সিজন ৩’

[ad_1]

আসছে নেটফ্লিক্সের জনপ্রিয় রোমান্টিক কমেডি সিরিজ মিসম্যাচডের তৃতীয় সিজন। সিরিজটি আসছে ১৩ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে। এ সিজনে আবারও রোহিত সারাফ, প্রাজক্তা কোলি, রানবিজয় সিংহসহ আরও অনেকেই তাদের পূর্বের চরিত্রেই ফিরছেন। খবর: জিনিউজ।

গত সোমবার মুক্তি পেয়েছে সিজন ৩-এর ট্রেইলার। যেখানে দেখা যায়, রিশি (রোহিত সারাফ) এবং ডিম্পলের (প্রাজক্তা কোলি) মধ্যে এখনো প্রেমের সম্পর্ক অটুট রয়েছে। নতুন সিজনটি শুরু হতে যাচ্ছে সিজন ২-এর তিন বছর পর। সিজন ২-এ দেখা যায়, রিশি এবং ডিম্পল জয়পুরের আরাভালি ইনস্টিটিউট ছেড়ে হায়দরাবাদে নতুন ক্যাম্পাসে চলে আসে এবং সেখানে তাদের সম্পর্কের পরবর্তী ধাপ নিয়ে সংগ্রাম শুরু হয়।

এদিকে নতুন সিজনে রিশি ও আনমলের (তাড়ুক রাইনা) মধ্যে একটি নতুন বন্ধুত্ব গড়ে ওঠে এবং তারা একসঙ্গে ভার্চুয়াল রিয়ালিটি ল্যাব ‘বেটারভার্স’-এ কাজ শুরু করে। এ ছাড়া সিড স্যার (রানবিজয় সিংহ) এবং জিনাত (বিদ্যা মালভাদে) তাদের নতুন জীবন শুরু করবেন, সেলিনা (মুসকান জাফরি) নিজের আত্মবিশ্বাসে পরিবর্তন আনবেন যখন কৃষ (অভিনব শর্মা) তার সফলতার জন্য নতুন পথ খুঁজে বের করার চেষ্টা করবেন।

মিসম্যাচড হিন্দি ভাষার রোমান্টিক ড্রামা টেলিভিশন সিরিজ, যা সান্ধ্যা মেননের ২০১৭ সালের উপন্যাস ‘হোয়েন ডিম্পল মেট রিশি’র ওপর ভিত্তি করে নির্মিত। সিরিজটির পরিচালনা করেছেন আকর্ষ খুরানা ও নিপুণ ধর্মাধিকারী এবং সিরিজটিতে প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন প্রাজক্তা কোলি, রোহিত সারাফ, রানবিজয় সিংহ, বিদ্যা মালভাদেসহ আরও অনেকে।

মিসম্যাচড সিরিজটির প্রথম সিজন নেটফ্লিক্সে মুক্তি পায় ২০২০ সালের ২০ নভেম্বর এবং দ্বিতীয় সিজন মুক্তি পায় ২০২২ সালের ১৪ অক্টোবর। এবার তৃতীয় সিজন মুক্তি পেতে যাচ্ছে ১৩ ডিসেম্বর।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত