Homeবিনোদনওটিটিতে যাচ্ছেতাই কনটেন্ট দেখানো হচ্ছে : শান্তনু

ওটিটিতে যাচ্ছেতাই কনটেন্ট দেখানো হচ্ছে : শান্তনু

[ad_1]

আগামী বছরের ৬ মে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করবে ওটিটি প্ল্যাটফর্ম ‘দোয়েল’। এ উপলক্ষে তরুণ নির্মাতাদের নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। শনিবার (৩০ নভেম্বর) সকালে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে ‘লেটস টক’ নামে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

এরই মধ্যে এনিগমা টেলিভিশন অনলাইনে পথচলা শুরু করেছে। এবার দোয়েল নামে ওটিটি প্ল্যাটফর্ম আনছে তারা। এই প্ল্যাটফর্মে তরুণ চলচ্চিত্র নির্মাতাদের কাজের সুযোগ দেওয়া হবে। বিশ্বের বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য কনটেন্ট নির্মাণ করবে দোয়েল। বিনোদনের পাশাপাশি শিশুদের মানসিক বিকাশের জন্যও এই প্ল্যাটফর্মে নানা কনটেন্ট থাকবে। এছাড়া প্রফেশনালদের জন্যও ভিন্নধর্মী কনটেন্ট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন এনিগমা টিভির প্রধান নির্বাহী ফাহমিদুল ইসলাম শান্তনু।

তিনি বলেন, ‘অতিমাত্রায় বাণিজ্যের যাঁতাকলে বর্তমানের ওটিটিতে যাচ্ছেতাই কনটেন্ট দেখানো হচ্ছে। যার কারণে ওটিটি নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। তথ্যপ্রযুক্তির এই বিশ্বে মানসম্মত, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের অনুষ্ঠান করার লক্ষ্যেই আমরা দোয়েল নামে ওটিটি নিয়ে আসছি।’

সেমিনারে উপস্থিত ছিলেন নির্মাতা, শিল্পী, সাহিত্যিক, শিক্ষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের গণমাধ্যমকর্মীরা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত