Homeবিনোদনকক্সবাজারে ট্যুরে গিয়ে ইয়াশ-তটিনীর দেখা!

কক্সবাজারে ট্যুরে গিয়ে ইয়াশ-তটিনীর দেখা!

[ad_1]

পৃথিবীতে খুব কম মানুষ আছে যারা সব পরিস্থিতিতে চিল থাকতে পারে। কোনো প্রতিকূলতাই তাদের উজ্জ্বল, হাসিখুশি থাকা থেকে আটকাতে পারে না। রিয়াদ সেই বিরল প্রজাতির মানুষগুলোর একজন। খুবই চটপটে, বন্ধু-বৎসল এবং প্রাণখোলা মানুষ।

এখানে পর্দার রিয়াদ চরিত্রে দেখা যাবে ইয়াশ রোহানকে।

রিয়াদের স্ত্রী শ্রাবণী ঠিক তার উল্টো। কোনো নির্দিষ্ট আবেগে সে বেশিক্ষণ আটকে থাকে না। শ্রাবণ দিনের আকাশের মতোই শ্রাবণীর মেজাজ; এই ঝড়, এই বৃষ্টি। কখনো কখনো আবেগীয় সংঘর্ষে তুমুল বজ্রপাত!

এখানে পর্দার শ্রাবণী চরিত্রে দেখা যাবে তানজিমক সাইয়ারা তটিনীকে।

এই দুজনকে নিয়ে দাম্পত্য জীবনের দুর্দান্ত এক প্রেম ও বিচ্ছেদী গল্পে ইমরাউল রাফাত নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘ভালো থেকো’। কান্তি ভূষণ তরফদারের চিত্রনাট্যে এতে ইয়াশ-তটিনী ছাড়াও অভিনয় করেছেন মনিরা আক্তার মিঠু।

মাত্রই শুটিং শেষ হওয়া এই বিশেষ নাটক প্রসঙ্গে ইমরাউল রাফাত বলেন, ‘‘নিয়তির অবধারিত চক্রান্ত এই দুই প্রান্তের, দুই মেজাজের মানুষকে একই ছাদের নিচে এনেছে। কক্সবাজারে ট্যুরে গিয়ে দু’জনের প্রথম দেখা। অতঃপর পরিচয়, প্রেম, পরিণয়। অন্য অনেক কাপলের মতো ওদের গল্পটা ‘অতঃপর তাহারা সুখে-শান্তিতে বসবাস করিতে লাগিলো’ টাইপের হতে পারত! কিন্তু না, এক্ষেত্রেও নিয়তির সীমাহীন ষড়যন্ত্রে ওদের গল্পটা মোড় নেয় অন্যদিকে, যা জানতে হলে দেখতে হবে নাটকটি।’’

প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এই ঈদে সিএমভির ব্যানারে মোট ১২টি নাটক মুক্তি পাচ্ছে। যার মধ্যে ‘ভালো থেকো’ অন্যতম। এই নাটকটিসহ ঈদের বিশেষ কাজগুলো ক্রমশ উন্মুক্ত হবে সিএমভির ইউটিউব চ্যানেলে চাঁদরাত থেকে।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত