Homeবিনোদনকঠিন রোগে ভুগছেন মিমি চক্রবর্তী 

কঠিন রোগে ভুগছেন মিমি চক্রবর্তী 

[ad_1]

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। বাংলাদেশের সিনেমায়ও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। সবশেষ রায়হান রাফীর ‘তুফান’-এ শাকিব খানের বিপরীতে দেখা যায় তাকে। এরপর আর নতুন কোনো প্রোজেক্টের খবর নেই মিমের। তবে এবার জানা গেল কঠিন রোগে ভুগছেন তিনি।

মিমি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় থাকেন সবসময়। নিজের যে কোনও নতুন কাজের খবর ভক্তদের এখানেই আগে জানিয়ে থাকেন তিনি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করে অভিনেত্রী জানান, তিনি বহুদিন ধরেই মাইগ্রেন নামের এক কঠিন রোগে ভুগছেন। পোস্ট করা ছবিগুলোর মধ্যে যেমন ছিল তার শরীরচর্চার মুহূর্ত তেমনি ছিল ফলমূল, বাহারি খাবার, এমনকি সূর্যমুখী ফুলের ছবি।

তবে অনেকগুলো ছবির মধ্যে একটি ছবি নজর কারে সবার। ছবিতে দেখা যায় মিমির চোখের ওপর আইস প্যাক রাখা। ছবির ওপরে লেখা, ‘মাইগ্রেন, তুমি কঠিনভাবে আঘাত করেছ।’ মিমি এর আগেও জানিয়েছেন, মাইগ্রেন থেকে মুক্তি পাওয়া সহজ নয়। গত বছর এক পোস্টে লেখেন, ‘মাইগ্রেন থেকে বাঁচা কেবল কঠিন নয়, বরং প্রায় অসম্ভব।’

এই অসুস্থতার জন্য মিমি তার জীবন নিয়ম মেনে পরিচালনা কেরে থাকেন। খুব একটা টলিপাড়ার পার্টিতেও জান না। কাজের ফাঁকে তিনি পোষ্যদের সঙ্গেই সময় কাটাতে বেশি ভালোবাসেন। কিছুদিন আগেই ‘রক্তবীজ ২’-এর শুটিং শেষ করেছেন। এবার পালা এই ছবি মুক্তির।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত