Homeবিনোদনকম বয়সী ছেলের সঙ্গে ফটোশুট করে বিতর্কে বুবলী

কম বয়সী ছেলের সঙ্গে ফটোশুট করে বিতর্কে বুবলী

[ad_1]

আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলীর বিয়ের সাজের কিছু্ ছবি নতুন করে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন বুবলী নতুন করে বিয়ের পিঁড়িতে বসলো কিনা! কিন্তু তার থেকে বেশি বিতর্ক তুলেছে বরের সাজের তরুণকে নিয়ে। কে এই তরুণ? তার থেকে বেশি আগ্রহের বিষয় তার বয়স। কারণ বুবলীর বয়সের তুলনায় তার বয়স যে নিতান্ত কম তা দৃশ্যমান। এ অসম জুটির যুগলবন্দি নিয়ে কেউ বলেছেন, আবার কী বিয়ে করে ফেললেন বুবলী! আবার কেউ বলেছেন হাঁটুর বয়সী ছেলের সঙ্গে বিয়ে! কেউ কেউ এও বলেছেন, নব্য রহিম-রূপবান!

এ বিষয়ে কথা বলেছেন কোরিওগ্রাফার গৌতম সাহা। তিনি জানান, এগুলো কোনো বিয়ের ছবি না। এটি একটি ফটোশুট এবং বুবলীর সঙ্গে বরের বেশে ছিলেন তরুণ মডেল ওয়াসিফ খান।

তিনি আরও বলেন, বুবলীর সঙ্গে আমি ৩টি ফটোশুট করেছি। একটি ওয়েডিং, একটি হলুদ এবং একটি মেহেদী শুট। তিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন এবং সময়মতো শুটে উপস্থিত হয়েছেন। তার সঙ্গে কাজ করে বেশ আনন্দ পেয়েছি। কাজ ছাড়া বুবলী কিছুই চিন্তা করে না। যখন সেটে থাকে, খেতে বললেও খায়না। সব সময় বলে, আগে কাজ তারপর খাওয়াদাওয়া।

এ বিষয়ে বুবলী বলেন, আমরা জানতাম, এমন কিছু আলোচনা হবে। কেউ পজিটিভভাবে নেবে, কেউ ভিন্নভাবে দেখবে। তবে, সৎ কথা বললে, এই আলোচনাই আমাদের ফটোশুটকে সফল করেছে।

এ ছাড়া অল্পবয়সী তরুণের সঙ্গে ফটোশুট নিয়ে এই নায়িকা বলেন, আমার ক্যারিয়ারে ৮-৯ বছর হয়ে গেছে। যদি আমরা নতুনদের সঙ্গে কাজ না করি, কিছু ভিন্নতা না আনি, তবে দর্শকও পরিবর্তন দেখবে না।

জানা যায়, এ সাজের মেকওভার করেছেন আকলিমা খান, কোরিওগ্রাফি গৌতম সাহা, পোশাক অঞ্জরা, গহনা রয়াল রুবিস থেকে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত