ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী তানজিন তিশা। বেছে কাজ করতে পছন্দ করেন তিনি। গল্প ভালো লাগলেই হন চুক্তিবদ্ধ। এর কারণ নিয়ে কালবেলার সঙ্গে কথা হয় এই অভিনেত্রীর। জানান, চেষ্টা করেন কম কাজ করে ভালো কাজ উপহার দেওয়ার।
এরই মধ্যে তিশার আসন্ন ঈদুল আজহার ব্যস্ততা শুরু হয়ে গেছে। তবে অন্যান্য অভিনেত্রীর মতো ১০-২০টি নয়। তার দুই থেকে তিনটি নাটক প্রচারের পরিকল্পনা রয়েছে। এর কারণ জানিয়ে তিশা বলেন, ‘আমি এখন আর অসংখ্য কাজ করতে আগ্রহী নই। আমি চাই কাজ কম হোক, কিন্তু ভালো হোক। তাই যে কোনো কনটেন্টে চুক্তি হওয়ার আগে আমি দেখি, প্রজেকক্টি কাদের। এরপর গল্পের ধরন, তারপর কাস্টিং। এসব বিষয় যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই দর্শক পছন্দ করবেন। তবেই একটি কাজ করে আনন্দ পাওয়া যায়।’
এ সময় ঈদের ব্যস্ততা নিয়ে তিশা বলেন, ‘ঈদুল ফিতরের মতো এবারও আমার দুই থেকে তিনটি নাটক প্রচার হবে। আশা করছি এ কয়টি নাটক নিয়েই আলোচনা হবে। কারণ এর গল্পগুলো অসাধারণ। এ ছাড়া ওটিটি নিয়েও সামনে ব্যস্ততা রয়েছে। সবকিছু মিলিয়ে ভালোই ব্যস্ততা রয়েছে।’
নাটকের পাশাপাশি তানজিন তিশার ওটিটিতেও ব্যস্ততা রয়েছে। সবশেষ তাকে ‘ঘুমপরী’ ওয়েবফিল্মে অভিনয় করতে দেখা যায়। যেখানে তার বিপরীতে অভিনয় করেন সংগীতশিল্পী প্রিতম হাসান। জাহিদ প্রীতমের পরিচালনায় এতে তিশার অভিনয় দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়। এই ওয়েবফিল্মে কাজের জন্য সম্প্রতি বাইফা অ্যাওয়ার্ডে সেরা ওটিটি অভিনেত্রীর পুরস্কারও পেয়েছেন এই অভিনেত্রী।